ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইসলাম এ প্রচলিত পদ্ধতি সম্পর্কে কি বলে?
আসুন কিছুটা সময় ব্যয় করে এ সম্পর্কে কিছু শরয়ী বিধি-বিধান জেনে নেই।যাতে ইহকাল ও পরকালের সঠিক রাস্তা অর্জন করতে সহায়ক হয়।
বন্ধকের সংজ্ঞা বর্ণনা করতে যেয়ে আল্লামা হাসক্বফী রাহ বলেনঃ
(هُوَ) لُغَةً: حَبْسُ الشَّيْءِ.
وَشَرْعًا (حَبْسُ شَيْءٍ مَالِيٍّ) أَيْ جَعْلُهُ مَحْبُوسًا لِأَنَّ الْحَابِسَ هُوَ الْمُرْتَهِن(ُبِحَقٍّ يُمْكِنُ اسْتِيفَاؤُهُ)
তরজমাঃরেহেন(বন্ধক)এর শাব্দিক অর্থ কোনো কিছুকে বন্ধী করে রাখা।পারিভাষায় রেহেন বলা হয়,কোনো জিনিষকে হক্ব বা কোনো প্রাপ্তধনের মুকাবেলায় বন্ধী করে রাখা।যাতে পরিবর্তীতে তা দিয়ে নিজ প্রাপ্যকে উসূল করা যায়। (আদ-দুর্রুল মুখতার-৬/৪৭৭) বিস্তারিত জানতে ভিজিট করুন-
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
প্রথম কথা হল, প্রশ্নের বিবরণ মতে বন্ধক পদ্ধতিতে যিনি চাষাবাদ করে যাচ্ছেন, উনার জন্য সেই ফসল গ্রহণ করা জায়েয হবে না।
দ্বিতীয় কথা হল, আপনারা দুইজন ন্যায়পরায়ন ব্যক্তির মধ্যস্থতায় কিছু কমবেশ করে ৩০/৩৫ এর চেয়ে কিছু বেশী টাকা পরিশোধ করে জমি ছাড়িয়ে নিবেন। যদি সবগুলো টাকা দেয়া সম্ভব না হয়, তাহলে পূর্বের বন্ধক চুক্তি বাতিল করে নতুনকরে কিছু জমির উপর বন্ধক চুক্তি বাস্তবায়ন করে নিবেন।