★আসসালামু আলাইকুম হুজুর ,আমার একটা কথা জানার ছিল আশা করি উত্তর দিবেন সম্পূর্ণ পড়ে,অনেক বড় হয়ে গেছে তার জন্য মাফ করবেন, একটু কষ্ট করে দেখবেন।অনেক পেরেশানিতে আছি।
★আমাদের বিয়ে হয়েছে কিন্তু আমরা দুজন দুজন আলাদা থাকি এখনো সহবাস হয়নি,নির্জনাবাস হয়েছে,পারিবারিকভাবেই বিয়ে হয়েছে কিন্তু আমি তাকে পছন্দ করতাম না এর জন্য দুজন দুজনের সময় চেয়েছি তাই এখনো সহবাস হয়নি,এখন ধীরে ধীরে তার উপর ভালোবাসা আসতেছে আমার সে তার বাসায় থাকে আমি আমার বাসায় থাকি।
★হুজুর আমার স্বামীর দূর সম্পর্কের ভাস্তি ,ওই মেয়েটা শুধু আমার স্বামীর সাথে মিশামিশি করতো অনেক কথা বলতে এটা আমার সহ্য হতো না,এক পর্যায়ে ঝগড়া হয় তাকে আমি শর্ত দিই প্রথমে যদিও সে রাজি হয় না, তারপর আমার অবস্থা দেখে সেই শর্তে রাজি হয়। কিন্তু সে আমাকে আজ বলল যে কথা বলছো তখন আমি মনে মনে না করছি মানে সে রাজি হয় নাই কিন্তু আমাকে বুঝিয়েছে সে রাজি হয়েছে কসমটা সে নেয়নি।
★আমি তাকে বলি তুমি গ্রামে গেলে ওই তোমার ভাস্তির সাথে অতটাও কথা বলবা না কম কথা বলবে আর মেসেঞ্জারে মেসেজ দিলে তুমি একদিন পর মেসেজের উত্তর দিবে। যদি ওই মেয়ে মেসেজ দেয়ার পর পর উত্তর দিয়ে দাও তাহলে আমাদের তালাক হয়ে যাবে। এই কথা রাজি হয় আমার স্বামী , যে হ্যাঁ ঠিক আছে আমি তার সাথে কম কথা বলব একদিন পর মেসেজের রিপ্লাই দিব।মেনে নিলাম তোমার কথা।আমার স্বামী তালাকের কথা বলেনি মুখে উচ্চারণ করেনি যে তালাক হয়ে যাবে,কিন্তু সে মনে মনে না করছিল আমি তো ভাবছি সে রাজি হয়েছে কিন্তু তার মনে রাজি না ছিল সে আজ বলল আমায়।
★ঘটনা হচ্ছে ওই মেয়ে জুলাইয়ের ২৪ তারিখে ১২:৩৮ AM এ চাচ্চু বলে মেসেজ দিয়েছিল আর আমার স্বামী ২৪ তারিখেই ৪:২৫PM এ উত্তর দিয়েছে হ্যা বলে।তারিখ তো একই দিনে ছিল ২৪ তারিখ,ওই মেয়ে রাত বারোটায় দিয়েছে আর আমার স্বামী বিকেল চারটায় উত্তর দিয়েছে ২৪ ঘন্টা সমান সমান একদিন হয় আমার স্বামী ২৪ ঘন্টা পর মেসেজ দেয় নাই ১৭ ঘণ্টার পর মেসেজ দিছে আর সাত ঘন্টা পর হলে ২৪ ঘন্টা একদিন হতো। তো একদিনের আগেই দিয়ে ফেলছে এখন একদিন আগেই দিছে মানে তারিখ টা তো একই ছিল,আমি যখন শর্ত দিয়েছিলাম তখন তারিখ বলিনি বলেছি একদিন পরে মেসেজের উত্তর দিবে,তাই ওই মেয়েটা রাতে দিয়েছে আর আমার স্বামী একদিন ভেবে মানে বিকাল হয়ে গেছে এর জন্য বিকেলে মেসেজটা দিয়েছে তালাক হয়েছে কি?
তারপর ও যে মেসেজটা দিছে ওই মেয়ের ওই মেসেজের রিপ্লাই দিছে তারপর ও তার অনেকক্ষণ পর আটটা সাতাশের দিকে ওইটারও রিপ্লাই দিছে, একই দিনে দুইটা কথা বলছে ইয়েস আর ওকে ইয়েস টা বলছে হচ্ছে চারটার দিকে আর ওকে আটটার দিকে।
১/আমার স্বামী মনে মনে না করছিল আমার কথায় রাজি না,কিন্তু আমাকে বুঝিয়েছে যে সে রাজি তালাক কি হয়েছে?
২/একই দিনে দুটো কথা বলেছে তাহলে কি দুইটা তালাক হয়েছে কারণ আমি বলেছিলাম একদিন পরপর মেসেজের উত্তর দিবে?
★দুটো রিপ্লাই দিয়েছে একটা বিকেল চারটায় আরেকটা রাত আটটায়।
৩/ নাকি এক তালাক পতিত হয়েছে?
৪/আমি কি শর্তটা উঠিয়ে নিতে পারবো? নাকি উঠিয়ে নিতে পারবো না?
কারন এই ভুল তো বারবার হবে যদি একদিন আসার আগেই মেসেজের উত্তর দিয়ে দেয় তালাক হয়ে যায় যদি আবারো?
৫/আর হুজুর আমি আমি তো মেয়ে আমার তালাক দেওয়ার অধিকার নেই, আমি এতোটুকু জানতাম।আমার স্বামী বলে নাই যে তালাক দিবে সে উচ্চারণও করেনি সে শুধু বলেছে আচ্ছা ঠিক আছে আমি এই কথা রাজি হয়েছি মেনে নিলাম তোমার কথা।আমি তালাক হবে বলেছি আর সে শুধু রাজি হয়েছে এভাবে কি তালাক হয়ে যায়? কিন্তু আমার স্বামীর মনে না ছিল সে তখন মনে মনে রাজি হয়নি, কিন্তু আমাকে বুঝিয়েছে রাজি হয়েছে।
৬/আমার স্বামী যে মনে মনে না টা বলেছে সে যদি মনে মনে ওই না টা বলতো না রাজি থাকতো তাহলে কি তালাক হত?
৭/এখন কি সে আমার জন্য হারাম হয়ে গিয়েছে?
★আমারা কি আবার বিবাহ করতে পারব?
★নাকি বিবাহ করতে পারব না?
৮/আমি তাকে বলেছি আমাদের তালাক হয়ে গেছে এক তালাক পতিত হয়েছে সে বলে তালাক হয়নি আমি বলছি হয়েছে সে বলে হইলে হইছে তাহলে কি তালাক হয়েছে সে যে বলেছে হইলে হইছে এই কথা তে ও কি তালাক হয়?
আমাকে প্রশ্নের উত্তরটা দিয়েন সবগুলো প্রশ্নের উত্তর দিয়েন।