আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। আ
মার দুই আপুর হাজবেন্ড - দুজনেই ব্যাংকার
★ প্রথমত, একজনের আপুর বাসা আমাদের বাসার কাছেই। তাই প্রায়ই যেতে হয় আপুর বাসায়। ওখানে গেলে খাবারও খেতে হয়..
★দ্বিতীয়ত - আমার আরেক আপুর হাজবেন্ড, যিনিও ব্যাংকার, আমাদের এরিয়াতেই উনার পোস্টিং, তিনি মাঝেমাঝেই আমাদের বাসায় আসেন। আসার সময় খাবারদাবার( যেমন তরী-তরকারীর জিনিস, মুরগী বা মাছ...ইত্যাদি ) এসব নিয়ে আসেন।
★তৃতীয়ত, আমার এক বোনও ব্যাংকার । সেই আপুর বাসায়ও আমাদের কাছাকাছি ।
যেহেতু, উক্ত মানুষেরা সকলেই আমাদের খুবই আপন এবং ক্লোজ আত্মীয় । এবং, প্রতিনিয়ত তাদের যাতায়াত থাকে বাড়িতে কারণ সবাই কাছাকাছি থাকি। যার ফলে, সবসময় তাদের খাবারগুলো বা তারা কিছু আনলে, সেগুলো এভয়েড করা সম্ভব হয় না ।
কিন্তু, আমি চেষ্টা করি আমার পক্ষে যত্তটুকু সম্ভব সেগুলো এভোয়েড করতে কিন্তু প্রতিনিয়ত হওয়ায় সবসময় সম্ভব হয়ে উঠেনা এভোয়েড করা । বিষয়টা আমার জন্য খুবই পীড়াদায়ক।
এখন, এমতাবস্থায় আমার কি করা উচিত ? আমার অবস্থা বিবেচনা করে আমার জন্য ফতোয়া কেমন হবে ?
এই যে মাঝেমধ্যে এভোয়েড করতে পারিনা, এসবের জন্য কি কাফফারা দেওয়া লাগবে?