আসসালামু আলাইকুম। যদি বউ ফোনে বলে দেখিও আমি অন্য কোথাও বিয়া করবো, তোমাকেও দাওয়াত দেবো, বউয়ের অন্তরেও বিশ্বাস ছিল তালাক না নিয়ে আরেক যায়গায় বিয়ে করা।
আমিও জানতাম যে তালাক যদি না দেই হাজার বার বিয়ে করলেও সেটা জায়েজ হবে না। তাই আমার বউ বার বার আমাকে বলছিলো, এটা করবে ওটা বিয়েতে, আমাকেও দাওয়াত করবে
আমি বলে ফেলি আচ্ছা হোক তো ( কথা বলার মধ্যে হোক তো শব্দ করা আমার অভ্যাস, এই হোক তো শব্দ ব্যবহার করে আমি কথা বলাল টপিক পরিবর্তন করি যখন মানুষের সাথে কথা বলি)
এতে কি আমাদের বৈবাহিক সম্পর্কের কোন ক্ষতি হইলো?