আসসালমুআলাইকুম শায়েখ,
মেহেরবানী করে বিষয় টা জানতেন খুব উপকৃত হব।
১. একটা ছেলে, মেয়ের মধ্যে সম্পর্ক ছিল দুই পরিবার থেকে বিয়ে ঠিক হয়, বিয়ের পূর্বে ছেলে মেয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়েছে মেয়ের একটা ভুল এর জন্য, ছেলেটা মেয়ে টাকে বলছে আমাকে ছেড়ে দাও , বিয়ে করবনা। মেয়েটা বলছে তুমি আমাকে শুধু ছেড়ে দিবা বলো কেনো? ছেলেটা বলে অবশ্যই ছাড়বো। মেয়ে টা বলে আমরা যদি স্বামী স্ত্রী হয়ে যেতাম তখন কি এই রকম কিছু করলে তুমি আমাকে ছাড়তে পারতা? ছেলেটা বলে অবশ্যই , তখন আলাদা ব্যাপার ছিল।
এক্ষেত্রে কি বিয়ের পর কোনো তালাক বা শর্ত তালাক হবে?
২. বিয়ের আগে বন্ধু এর সামনে শর্ত তালাক এর কথা বলেছিলাম, কিন্তু কি বলেছিলাম সেটা নিয়ে কনফিউশন হচ্ছে। বলেছিলাম এমন হলে ডাইরেক্ট ডিভোর্স ।
( তিনটি বিষয় মনে হচ্ছে কিন্তু কনফ্রম না , ১.যদি স্ত্রী কে বোঝানোর পর কথা না শুনে, ২. আব্বু হয়ত খুশি হয়ে বললো বৌমা হাতের রুটি করে দাও তো , দিয়ে স্ত্রী হয়ত বললো পারবনা ,বা অপমান করলো। ৩. স্ত্রী কে একটা জিনিষ একবার ,দুবার , বোঝাবো তার বেশি বোঝাবো না। এই তিনটি বিষয় এর মধ্যে কোনো একটা বলেছিলাম কিন্তু কনফ্রম হতে পারছিনা । )
এক্ষেত্রে যদি স্ত্রী এই সব কাজ গুলো করে তাহলে কি তালাক হয়ে যাবে??
৩.এই প্রশ্ন মোবাইলে নোট বুক এ লেখা ছিল, যাতে প্রশ্ন করতে সুবিধা হয়, স্ত্রী আমার মোবাইল দেখতে গিয়ে,ভুল করে সমস্ত প্রশ্ন পড়েছে, এবং আমাকে বলছে তুমি যে সব প্রশ্ন করেছ, আমি তো সেই সব কিছুই করিনি। কিছু করলে তো হবে ( তালাক)। আসলে শায়েখ আমি তো নিজে ও কনফ্রম না আমি কোন কথা টা বলেছি বিষয় টা জানার জন্যই প্রশ্ন করেছি, আর স্ত্রী কে আমি কিছু বলিও নি, স্ত্রী ভুল করে প্রশ্ন পড়েছে, তাহলে যদি স্ত্রী সেই সব কাজ করে তাহলে কি তালাক হবে??
৪.বাক্য টা মনে পড়ছে :- কথাটা দুই রকম এর মধ্যে যে কোনো এক রকম ভাবে বলেছি ,
৪.১.বন্ধু কে বলছি, দেখা গেলো তুই এমন মেয়ে কে বিয়ে করলি, বাপে হয় তো বলছে বৌমা হাতের রুটি করে দাও, বউ হয়ত বলছে পারবো না বা অপমান করছে , তাহলে কোনো কথাই হবে না ডিভোর্স ( নিজের মধ্যেও একই ভাবনা ছিল) । কিন্তু কথাটা বন্ধুকে উদ্দেশ্য করে বলেছি, বন্ধুর বউ এর উদ্দেশ্যে বলেছি, এমন ভাবে কথা বললে তাহলে কি শর্ত তালাক হবে?
৪.২. দেখা গেলো এমন মেয়ে কে বিয়ে করলাম , বাপে হয় তো বলছে বৌমা হাতের রুটি করে দাও, বউ হয়ত বলছে পারবো না বা অপমান করছে , তাহলে কোনো কথাই হবে না ডিভোর্স ।
এই দুই রকম এর মধ্যে যে কোনো এক রকম ভাবে বলেছি। কোনটা বলেছি সেইটা সিওর না। শায়েখ এক্ষেত্রে কি শর্ত তালাক হবে??