আসসালমুআলাইকুম ,
প্রশ্ন ১: কোনো ছেলে মেয়ের মধ্যে অবৈধ প্রেমের সম্পর্ক আছে। তারা দুজন দুজনকে খুব ভালোবাসে, তারা দুজন এর বাড়িতে বিয়ের জন্য কথা বলে , বাড়ির লোক বলে কয়েক মাস পরে বিয়ে দিবে। ছেলে ও মেয়ের মধ্যে মাঝে মাঝেই ঝামেলা হয় ছেলে টা মেয়ে টা কে বলছে , তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে বিয়ে করব না, তার বান্ধবী কে ও বলে বিয়ে করব কি ঠিক নেই। , ডিভোর্স, ইত্যাদি কথা মেয়ে টা কে বলেছে ছেলেটা। তুমি আমার শুধু মাথা গরম করে দাও ইত্যাদি তুই যদি আর একবার এই কাজ করিস আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, ব্রেকআপ আল্লাহ কসম , মেয়ে টাক ফোন করতে নিষেধ করেছে , ফোন করলে ব্রেকআপ, সম্পর্ক নেই এই সব বলেছে। তার পরও মেয়েটা ফোন করেছে । বেশ এই রকম কিছু কথা হয়েছে। মেয়েটা একটা কি ভুল করেছে , দিয়ে মেয়েটা কান্না করছে আর বলছে আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে ভালোবাসি,তুমি আমার স্বামী, আমি তোমার বউ। আমি জাই ভুল করি আমি তো তোমারই, তুমি আমাকে কেনো ছাড়বা?? ছেলেটা বলে অবশ্যই ছাড়বো। দিয়ে মেয়েটা বলে আমরা যদি স্বামী স্ত্রী হয়ে যেতাম তখন এই রকম কিছু করলে তুমি আমাকে ছাড়তে পারতা ?? ছেলেটা বলে অবশ্যই এবং সঙ্গে সঙ্গে বলে তখন আলাদা ব্যাপার ছিল।
এই রকম কথা বার্তা হয়েছে , তারা বিয়ে করলে বৈবাহিক জীবনে কোনো সমস্যা হবে? তালাক , শর্ত তালাক হবে??
প্রশ্ন ২: মেয়ের মা কে ফোন করে ছেলে বলে বিয়ে করবনা। ১০০% বিয়ে করবো না। আমি বিয়ে করলে অমুক কাজ করতে দিবো না। এই সব বলে। মেয়ের মা বলে তাহলে আমরা ভেবে দেখবো। আরো কিছু বিষয় নিয়ে ঝামেলা হয়। ছেলে কোনো শর্ত তালাক দেইনি। মেয়ে কে ফোন করে হয়ত বলেছে , অমুক কাজ করতে দিবো না , তাহলে বিয়ে করবো না । বা ডিভোর্সে দিবো। আমি বিয়ে করবো অমুক কাজ করতে দিবনা খুব বেশি প্রয়োজন হলে সেক্ষেত্রে করতে পারে। মেয়েটা বলেছে করবো না। ঝামেলা ঠিক হয়েছে , ছেলেটা এখন নিজে চাই মেয়েটা সেই কাজ করুক। তাদের মধ্যে এখন সব কিছু ঠিক হয়েছে।
সমস্ত বর্ণনা অনুযায়ী কি ছেলে মেয়ে বিবাহ করলে কোনো সমস্যা হবে?? কোনো তালাক , শর্ত তালাক হবে??