আসসালামু আলাইকুম
১) ছবি আঁকার মাসআলা আমি জানি। বর্তমানে এআাই(আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহার করেও ছবি আঁকা যায়। সাধারণত যখন কোন মানুষ নিজে কোন একটি বস্তুর ছবি আঁকে তখন সে সেই বস্তুটি দেখে দেখে চিত্র অঙ্কন করে। কিন্তু্ু এআই কে কমান্ড দিলে সে সেই অনুযায়ী চিত্র একে দেয়। এখানে এআইতো সাধারণ চিত্রশিল্পীদের মতন চিত্র আঁকে না। তাহলে এআই ব্যবহার করে মানবসৃষ্ট বিষয় ছাড়া অন্য কিছু আঁকলে কি ইমান চলে যাবে? যেমনঃ গাছ, ঘাস, নদী,পাহাড়-পর্বত। আর এআই দিয়ে গাছ, ঘাস, নদী,পাহাড়-পর্বত যেভাবে আঁকা হবে সেভাবে তো বাস্তবে হুবহু সেগুলোর অস্তিত্ব নাও থাকতে পারে। কারণ এআই কমান্ড অনুযায়ী ছবি ডিজাইন করে দেয়। আর এগুলো তো আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে কেউ যদি এআই ব্যবহার আল্লাহ যা সৃষ্টি করেছেন যেমন সূর্য, চন্দ্র, নক্ষত্র মহাকাশ, পাহাড়,পর্বত, নদী, সমুদ্র, সমুদ্র বা নদীর তীর এগুলো এআই দিয়ে কমান্ড করে এগুলোর চিত্র তৈরি করায় বা এগুলোর চিত্রগুলোকে একটু ভিন্নভাবে ডিজাইন করায়। তাহলে কি তার ইমান চলে যাবে? আর এভাবে ছবি আঁকা কি জায়েজ?
২) এ ধরনের ছবি কোথাও ব্যবহার করা বা বিক্রি করা কি যাবে?
জাযাকাল্লাহু খাইরান