অযুর মাঝে কি কোনো দোয়া পড়তে হয়?সুনানে নাসায়ী:৯৯০৮ নং হাদিসে অজুর মাঝে একটি দোয়া দেওয়া আছে।এটা কি সুন্নাত নাকি বিদআত?নাকি এটা নরমালি আরবিতে একটা দোয়া??
দোয়াটি হলো-
اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي ، وَوَسِّعْ لِي فِي دَارِي ، وَبَارِكْ لِي فِي رِزْقِي
উচ্চারণ : আল্লাহুম্মাগফিরলি জাম্বি ওয়া ওয়াসসি’লি ফি দারি, ওয়া বারিকলি ফি রিজকি।
অর্থ : হে আল্লাহ, আমার গুনাগ ক্ষমা করে দিন। আমার ঘর-বাড়িতে প্রশস্ততা দান করুন। আমার রিজিকে বরকত-প্রাচুর্য দিন। (সুনানে নাসায়ি, হাদিস : ৯৯০৮; কানজুল উম্মাল, হাদিস : ৫০৮০; মুসনাদে আবি ইয়ালা, হাদিস : ৭২৭৩; মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস : ২৯৩৯১)
এই দোয়ার ব্যাপারে সঠিক তথ্য জানতে চাই।