আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তাদ। মুহতারাম,আমার চাচার একটি ডিপিএস একাউন্ট আছে ঢাকা ব্যাংকে।এখন বাড়িতে টাকা জামা দেয়ার মতো কেউ নেই তাই আমাকে টাকা জামা দেয়ার জন্য বলা হচ্ছে। আমি টাকা জমা দিলে আমার গোনাহ হবে কিনা? আমার খুব ভয় হচ্ছে কারণ সুদের সাথে জড়িত সকল ব্যক্তিকেই অভিশাপ দেয়া হয়েছে আমি ওই একাউন্টে টাকা জামা দিলে তো আমি ও সুদে সহায়তা করলাম এবং পাপ কাজে সাহায্য করলাম।উল্লেখ্য উনারা যখন সুদি ব্যাংকে(ঢাকা ব্যাংক) একাউন্ট খুলেন আমার এসবে বাধা দেয়ার কোনো ক্ষমতা ছিলোনা।তবে আমি মন থেকে ঘৃণা করছি এসব কাজকে।আমার এখন করণীয় কী?