আসসালমুআলাইকুম শায়েখ,
১.বিয়ের আগে যে শর্ত তালাক হয় সেটা আমার জানা ছিলো না। আমি আমার আব্বা মা কে খুব ভালো বাসি, তার জন্য কয়েক দিন আমি আমার বন্ধু দের সামনে বলেছিলাম , এমন মেয়ে বিয়ে করবো , বিয়ের পর সে যেনো আমার আব্বা মা কে খুব ভালোবাসবে, আমার আব্বু মা কে দেখবে। আর যদি দেখি বিয়ের পর কথা শুনছে না তাহলে, ভাত দিবো না, ডিভোর্স দিয়ে দিবো বা ডাইরেক্ট ডিভোর্স। তার জন্য যটা বিয়ে করতে হয় করবো । উক্ত কথার জন্য কি তালাক হবে?
আমি এখন বিয়ে করেছি, এই শর্ত কি কার্যকর হবে? ভবিষ্যত এ যদি আরো বিয়ে করি তাহলে কি এই সর্ত কার্য কর হবে??
২. আমি আমার বন্ধুদের সামনে বলতাম , বিয়ের আগে মেয়ের সাতে কথা বলবো, যেনো ভবিষ্যত্ এ কোনো সমস্যা না হয়, বলবো আমার মা, আব্বা, কে দেখাশোনা করবে । না হলে ছেড়ে দিবো, ডিভোর্স দিবো এই সব বলতাম । এমন বাক্য এর জন্য কি তালাক পতিত হবে??
৩. আমি কোনো একটা বিষয় নিয়ে বন্ধুদের সামনে কথা বলেছিলাম কি বলেছিলাম সেটা সঠিক ধরতে পারছিনা , এবং বলেছিলাম এমন হলে ডাইরেক্ট ডিভোর্স । মানে বন্ধুদের সঙ্গে আলোচনা করেছিলাম ।
( তিনটি বিষয় মনে হচ্ছে কিন্তু কনফ্রম না , ১.যদি স্ত্রী কে বোঝানোর পর কথা না শুনে, ২. আব্বু হয়ত খুশি হয়ে বললো বৌমা হাতের রুটি করে দাও তো , দিয়ে স্ত্রী হয়ত বললো পারবনা ,বা অপমান করলো। ৩. স্ত্রী কে একটা জিনিষ একবার ,দুবার , বোঝাবো তার বেশি বোঝাবো না। এই তিনটি বিষয় এর মধ্যে কোনো একটা বলেছিলাম বেশির ভাগ মনে হচ্ছে ২ নাম্বার টা কিন্তু কনফ্রম না । )
৩.১ এই তিনটি ঘটনা বললাম এর মধ্যে যে কোনো একটা সর্ত পাওয়া গেলে কি তালাক পতিত হবে?? ( কোনটা বলেছি কনফ্রণ না বেশির ভাগ মনে হচ্ছে ২ নম্বর টা )
৩.২ শায়েখ বিয়ের পর স্বামী স্ত্রীর মাঝে টুক টাক ঝামেলা হয়েছে, বা স্ত্রী ছোটো খাটো কোনো কথা শুনেনি। এই রকম হয়েছে এর জন্য কি তালাক পতিত হয়েছে??
৪. আমার স্ত্রী কে আমি কিছু বলেছিলাম না , আমার চিন্তা দেখে স্ত্রী আমার মোবাইল এ সমস্ত লেখা পড়েছে এবং বলে তুমি যে সব প্রশ্ন করেছো সেই টা তো আমি করিনি তাই তালাক হবে না। ১ নম্বর প্রশ্নে যে ঘটনা উল্লেখ করা হয়েছে সেই টা বলেছে । স্ত্রী তো সমস্ত লেখা পড়েছে ওটা তো ভবিষ্যত্ সূচক বাক্য লেখা ছিল। স্ত্রী যেহেতু ঘটনা টা পড়েছে এবং বলছে আমি তো ওইসব কিছু করিনি, করলে তো হবে , এই রকম বলছে । শায়েখ আমি তো ভবিষ্যত্ সূচক বাক্যে বলেছি, স্ত্রী যদি সেই কাজ করে এর জন্য কি সর্ত তালাক হবে??
৫. বিয়ের পর একদিন আমাদের মধ্যে ঝামেলা হয় , জার জন্য এক তালাক বলেছিলাম। দিয়ে আমাদের মধ্যে আবার সব কিছু ঠিক করে নিয়েছি।
শায়েখ প্রচন্ড মানসিক পীড়া তে আছি। দয়া করে জবাব দিবেন। সমস্ত ঘটনা বললাম , আমাদের মোট কটা তালাক হয়েছে??? আমি কি নিশ্চিন্ত মনে ঘর সংসার করতে পারি?? আমাদের বৈবাহিক সম্পর্ক হালাল আছে তো ??। আমার মনে যতই দ্বিধা দ্বন্দ আসুক না কেন, বা বিয়ের আগে শর্ত তালাক নিয়ে যতই উল্টোপাল্টা চিন্তা আসুক না কেনো ।
শায়েখ দয়া করে আমার প্রশ্নের জবাব দিয়েন। জাজাক আল্লাহ