আসসালমুআলাইকুম উস্তায,
আল্লাহ আপনার ওপর সর্বদা রাজী খুশী থাকুক।
১. আমি কখনো সেই ভাবে জন্মদিন পালন করিনি। বিয়ের আগে হয়ত বন্ধুদের পাল্লায় পড়ে জন্মদিন এর খাবার খেয়েছি। বা হয়ত এক দুবার কেক ও কেটেছি।
উস্তায বিয়ের পর আমার শশুর , শাশুড়ির জন্মদিন পালন করেছে , কেক কেটেছে , আমিও কেক খেয়েছি, আনন্দ করেছি। শুধুমাত্র বাড়ির কয়েকজন মিলে করেছে। আমি আমার স্ত্রীর জন্ম দিন এ বাড়ির কয়েক জন মিলে কেক কেটেছে দিয়ে একটু আনন্দ করেছে , আমি তাকে জন্ম দিন এ উপহার দিয়েছি, একটু আনন্দ করেছি , এক্ষেত্রে কি ঈমান চলে যাবে?? বৈবাহিক সম্পর্ক ভেঙে যাবে??
২. আমাদের বিয়ের এক বছর হলে , আমার স্ত্রী বলে বিবাহবার্ষিকী তে একটু ঘর সাজাবে, একটু মিষ্টি মুখ করবে , এই সব বলছিলো। তাই বিবাহ বার্ষিকী তে বাড়ির ৫ জন্য মিলে একটা কেকে কেটে খেয়েছি। এবং একটু আনন্দ করেছি। একে অপরকে উপহার দিয়েছি। স্বামী স্ত্রী র আনন্দের জন্য এইরকম আনন্দ করলে কি ঈমান চলে যাবে? বৈবাহিক সম্পর্ক ভেঙে যাবে?
৩. আমি আমার স্ত্রী কে বলেছি এই সব করতে হয়না । সে বলেছে , স্বামী স্ত্রী র মধ্যে এইটকু আনন্দ করাযায়।
আমি আমার স্ত্রী কে বলছি জন্ম দিন এ কেকে কাটতে হয়না। ইসলাম ধর্ম এটা সমর্থন করে না। হাদীস এ আছে এগুলো জায়েজ নয়। আমার স্ত্রী বলে আমি ছোটো থেকে দেখে আসছি আমার বাবা মা জন্ম দিন এ কেক খেয়েছে, বা কেটেছে। বাড়ির কয়েকজন মিলে। তাই আমিও একটি আনন্দ করি। তাই বললো , এই কথা শুনে আমি বললাম , তুমি সমস্ত হাদীস মেনে চলার চেষ্টা করো তাহলে এটা ও মেনে চলো, তখন আমার স্ত্রী বলছে , আমি এটা মানিনা। আমি সঙ্গে সঙ্গে বললাম তুমি হাদীস অস্বীকার করছো?? আমার স্ত্রী বললো সে কখনই হাদীস অস্বীকার করছে না। সে বলল এই হাদীস টা তার মেনে চলা হয়না, তাই বললো সে হাদীস অস্বীকার করেনি।
আমার স্ত্রীর কি ঈমান চলে যাবে??
৪. বিয়ের পূর্বে আমি আমার বন্ধু দের সামনে বলতাম , বিয়ের পর আমার স্ত্রী যদি আমার বাবা মায়ের দেখা সোনা না করে, বা খারাপ ব্যাবহার করে তাহলে ডিভোর্স দিয়ে দিবো। বা বলতাম ডাইরেক্ট ডিভোর্স, বা বলতাম বাপের বাড়ি রেখে আসবো, এই রকম বলতাম, এর জন্য কি শর্ত তালাক হবে?? আমার স্ত্রী যদি বাবা মায়ের দেখা সোনা না করে তাহলে কি তালাক পতিত হবে??
৫. আমার স্ত্রীর সঙ্গে আমার বিয়ের আগে প্রেম ছিল, সম্পর্ক ছিল , যখন ফোনে গল্পঃ হতো বিয়ের আগে, তখন হয়তো তাকে বলেছি , বিয়ের পর যদি অমুক কাজ করো তাহলে তালাক । বা বলতাম আব্বা মা এর দেখা সোনা না করলে ডিভোর্স দিবো, বা তালাক এই রকম বলতাম এখন বিয়ের পর যদি স্ত্রী সেই কাজ করে, তাহলে কি তালাক পতিত হবে?? বা আব্বা মার দেখা শোনা না করে তাহলে কি তালাক পতিত হবে??
৬. কেউ যদি বিয়ের পূর্বে বলে, আমার যার সঙ্গে বিয়ে হবে ,বা আমি যাকে বিয়ে করবো , বিয়ের পর অমুক কাজ করে তাহলে, ডিভোর্স দিবো বা তালাক । এক্ষেত্রে কি শর্ত তালাক হবে?? বিয়ে কে উদ্দেশ্য করে কিছু বলেনি।
৭. বিয়ের পূর্বে কেউ যদি বলে আমার স্ত্রী যদি অমুক কাজ করে , তাহলে তালাক তাহলে কি তালাক হবে??
৮. কেউ যদি বিয়ের পূর্বে কারো সামনে কথার কথাই বলে, আমি বিয়ের আগে আমার স্ত্রী এর সঙ্গে কথা বলবো , বলে দিবো সব করবা, কিন্তু অমুক কাজ করবে না অমুক কাজ করলে ডিভোর্স বা ডিভোর্স দিবো। দিয়ে হয়ত বিয়ের আগে তার স্ত্রী র সঙ্গে গল্পঃ করতে করতে বলেছে বিয়ের পর অমুক কাজ করলে ডিভোর্স । এক্ষেত্রে কি সর্ত তালাক হবে??
৯. বিয়ের পূর্বে কেউ যদি বলে, বিয়ের পর বউ যদি কথা না শুনে তাহলে ডিভোর্স , এর জন্য কি শর্ত তালাক হবে??