আমার অসুস্থতার কারনে আমি সাধারণত অন্য কাপড় পড়ে ইস্তেনজা করি,সেক্ষেত্রে পায়জামা পড়ে ইস্তেনজা করি পরে পরিবর্তন করে অন্য কাপড় পড়ে নামাজ আদায় করি, এখন যে পায়জামা পরে প্রসাব করি সেখানে অনেক সময় ২-১ফোটা প্রসাব লাগে,, এখন প্রসাব থেকে ফারেগ হয়ে হাত ধোয়ার সময় কিছু পানির ফোটা পায়জামাতে লাগে যার করানে পায়জামা একটু ভিজে যায় এখন পায়জামাতে পানি লাগার অংশ টুকু কি নাপাক হবে বা পায়জামাতে লাগা পানি শরীর তেও তো লাগতে পারে সেক্ষেত্রে শরীর ও কি নাপাক হবে???
2.আর পায়জামার সামনের অংশে নাপাক লাগার কারনে পায়জামা ভাজ করে রাখলে পায়জমার পিছনের অংশে নাপাক হবে কিনা??