ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
বিড়াল ঘরের কোথাও প্রস্রাব করতে দেখলে কেবল তখনই সেই জায়গাকে ধৌত করতে হবে। তিনবার ধৌত করার পরই পবিত্র হবে। যদি আপনি বিড়ালের প্রস্রাব কোথাও না দেখেন, তাহলে তখন কিন্ত সেই জায়গাকে ধৌত করা জরুরী হবে না।
(২)
এমতাবস্থায় যদি ফ্লোরে একটি ভেজা পাত্র রাখা হয় এরপর ওই পাত্রটির তলদেশ থেকে এক ফোটা পানি তরল খাবারে (ডাল) পড়ে যায়, তবে ওই খাবারটি নাপাক হবে না।
(৩)
নাপাক হবে না।
(৪)
কাপড়ে নাপাকি লাগলে ৩ বার নিয়ম অনুযায়ী না ধৌত করে এমনিতেই সাবান দিয়ে একবার ধৌত করার পর ঐ কাপড় পরিধান করলে যদি শরীর ঘেমে যায়,তাহলে শরীরে নাপাকি স্থানান্তরিত হবে।
এমনিভাবে বিছানার চাদরে শুয়ে ঘুমালে চাদর যদি নিয়মানুযায়ী নাপাকি না দূর করা হয় তাহলে শরীর ঘেমে গেলে পরিধেয় কাপড়ে নাপাকি লাগবে।