আসসালমুআলাইকুম হুজুর,
১. কোনো স্বামী জানেই না যে তালাকের অধিকার বিষয় টা কি। স্ত্রীর সঙ্গে ফোনে কথা কাটা কাটি হচ্ছিলো, স্বামী রেগে এমনি বলছে, "ডিভোর্স দিবি কি বল।" বা বলেছে তোর বাড়ির লোকের সাতে কথা বলছি। এই রকম কিছু বাক্য বলেছে । কিন্তু স্ত্রীকে তালাকের অধিকার এর বিষয় তার মাথায় ছিল না। সে স্ত্রী কে তালাকের অধিকার দেইনি। আর স্ত্রী ও কোনো কথা বলেনি সেই সব বিষয় এ।
উপরুক্র কথা তে কি কোনো তালাক হবে? তালাকের অধিকার পাবে??
২. তালাকের অধিকার পেলে কতক্ষন সেই অধিকার থাকবে??
৩. একটি বিষয় জানতে চাচ্ছি, ওয়াসওয়াসা সংক্রান্ত কোনো বিষয় না, দয়া করে জানাবেন,
কোনো কিছু একটা ঘটনা ঘটলো সেটা হয়তো তালাক সংক্রান্ত বিষয় নিয়ে। সেই টা প্রশ্ন করার জন্য, আগে থেকে মোবাইলের নোট বুক এ সেই সমস্ত ঘটনা টা লিখে রাখলো, প্রশ্ন করার সময় কপি করে পেস্ট করে দিলো। এইটা করা যাবে??