ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্ত্রী যদি ডিভোর্স চায় এবং স্বামী মুখে তালাক উচ্চারণ না করে স্ত্রীর পাঠানো ডিভোর্স পেপারে শুধুমাত্র সাইন করে,তাহলে এদ্বারাও তালাক পতিত হয়ে যাবে।
(১) জ্বী হ্যা, ইসলামি আইন অনুযায়ী তাদের মধ্যে তালাক পতিত হয়ে যাবে।
(২) স্ত্রী যত তালাক চাইবে,তত তালাকই পতিত হবে। কোনো সংখ্যার উল্লেখ না থাকলে, তখন ১ তালাকই পতিত হবে।
(৩)
১ /২ তালাক হলে তো ইদ্দতের ভিতর তারা আবার মিলিত হতে পারবে।আর ইদ্দত শেষ হয়ে গেলে,নতুন বিয়ের মাধ্যমে মিলিত হতে পারবে।
(৪) ১/২ তালাক হলে,এবং ইদ্দত শেষ হয়ে গেলে তখন তাদেরকে আবার মিলিত হতে হলে নতুন বিয়ের মাধ্যমেই মিলিত হতে হবে।