আসসালমুআলাইকুম শায়েখ,
১. টাকা পয়সার গুনতে গিয়ে , হিসেব করতে গিয়ে, যখন কোনো সংখ্যা উচ্চরণ করা হচ্ছে, বা খাতায় লিখতে হচ্ছে সঙ্গে সঙ্গে সেই সময় সেই সংখ্যা মনে ভেবে মনে মনে তালাকের ভাবনা হচ্ছে, বা মনে মনে বলা হচ্ছে, এক্ষেত্রে কি কোনো তালাক হবে ??
২. টাকা পয়সার হিসেব করতে গিয়ে সংখ্যা উচ্চরণ করতে হচ্ছে বা লিখতে হচ্ছে, আর সেই সময় সেই সংখ্যা মনে করে মনে মনে তালাকের ভাবনা হচ্ছে বা মনে মনে বলা হচ্ছে দিয়ে মনে মনে এমন হচ্ছে আমি হয়ত সত্যি সত্যি বলছি বা লিখছি এই রকম মনে হচ্ছে বা মনে মনে বলা হচ্ছে, আসলে এই টা আমি ভাবতে চাইনা বা মনে মনে বলতে চাই না। এমনি হচ্ছে এর জন্য কি, আমার কোনো নিয়ত নেই , কিন্তু শয়তানের পাল্লায় মনে হচ্ছে সব সত্যি সত্যি বলছি এই রকম মনে হচ্ছে এক্ষেত্রে কি কোনো তালাক হবে??
৩. কোনো একটা বাক্য বলা হয়েছে, এমনি বলা হয়েছে তালাকের কোনো উদ্দেশ্য ছিল না। দিয়ে শয়তানের পাল্লায় পড়ে মনে হচ্ছে সত্যি সত্যি বলেছি এই রকম মনে হচ্ছে, সেই সময় ফোন এ কথা বলছিলাম দিয়ে ফোনে কথার পরিপেক্ষিতে " হ্যাঁ " শব্দ টা বলেছি দিয়ে মনে হচ্ছে আমি যেনো সত্যি সত্যি বলেছি তাই হ্যাঁ বললাম এই রকম মনে হচ্ছে, আদো কিন্তু অন্য কথার জন্য হ্যাঁ শব্দ টা বলেছি এর জন্য কি কোনো তালাক হবে??
৪. আমাকে জিজ্ঞাসা করছিল তোমার ডিউটি করার টাইম টেবিল করা হয়ে গিয়েছে ??
আমি উত্তরে বললাম আমার তো হয়ে গিয়েছে, দিয়ে সঙ্গে সঙ্গে তালাকের ভাবনা মাথায় চলে আসে। আমি ডিউটির টাইম এর কথা ভেবে বলেছি। এর জন্য কি কোনো তালাক হবে??
** উপরুক্ত বর্ণনা অনুযায়ী কি কোনো তালাক হবে?? দয়া করে জানাবেন ।
শায়েখ আমাকে শুধু এইটুকু বলে দিন কোনো তালাক পতিত হবে কিনা। জাস্ট এইটুকু বলে দিন plz