শাকিল তার স্ত্রীকে বলল, "তুমি থাকতে না চাইলে সেটার ওপশন আছে"।
তখন শাকিলের স্ত্রী বলল, "কি বুঝাতে চাও?"
তারপর শাকিল তার স্ত্রীকে বলল, "থাকতে না চাইলে তো আর থাকবা না"।
শাকিলের স্ত্রী বলল, "কবের কথা বললে?"
তখন শাকিল বলল, "তোমার যখন ইচ্ছা"।
প্রশ্ন ১:
শাকিলের বলা বাক্য, -"তুমি থাকতে না চাইলে সেটার ওপশন আছে"- এই বাক্যটি বলাতে কি তখন তা*** এর মজলিশ হবে?
প্রশ্ন ২:
শাকিলের বলা বাক্য, -"থাকতে না চাইলে তো আর থাকবা না"- এই বাক্যটি বলাতে কি তখন তা*** এর মজলিশ হবে?
প্রশ্ন ৩:
যখন শাকিল বলল, -"তোমার যখন ইচ্ছা" -এই বাক্যটি কি কেনায়া বাক্য?