মুছা (আঃ) এর জামানায় আল্লাহ তায়ালা এক উম্মতের অবাধ্যতার কারণে ঐ উম্মতকে ধ্বংস করে দেওয়ার জন্য ফেরেশতা প্রেরণ করলেন। ঐ ফেরেশতা এসে যখন ধ্বংস করার জন্য অগ্রসর হলো তখন দেখতে পেলো ঐ কওমের ভিতর এমন একজন বান্দা রয়েছে যে সমস্ত সময় আল্লাহর বন্দেগী করে।এক মুহুর্তের জন্যও আল্লাহর ইবাদত থেকে খালি হয় না। ঐ ফেরেশতা আল্লাহর কাছে ফিরে গেল। ফিরে গিয়ে জানালো হে আল্লাহ, ঐ এলাকায় এমন একজন বান্দা রয়েছে যে, সবসময় তোমার ইবাদতে মশগুল থাকে। কখনও ইবাদত হতে খালি হয় না। তার বাপারে কি ফায়সালা আল্লাহ তায়ালা রাগন্বিত হয়ে বললেন, তাকে আগে ধ্বংস করে তারপর তার উম্মতকে ধ্বংস করবে কেননা সে একা একা ইবাদত বন্দেগী করেছে আর পুরো উম্মতকে সে দাওয়াত দেয়নি। যদি সে দাওয়াত দিতো তবে হয়তো এই অবাধ্যতা থেকে উম্মতের কিছু অংশ হলেও বেঁচে যেত।
ঘটনাটির সত্যতা ও উৎস জানালে উপকৃত হতাম হুজুর