আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
১।কোন স্বামী তার স্ত্রীকে এমনিতে যদি গালি দেয় তুই শুয়োরের বাচ্চা। চলে যা আমার বাড়ি থেকে,তালাকের নিয়ত ছাড়া এমন বললে কি তালাক হবে?
২।স্ত্রীকে ধরেন মুখে আর লিখিত তালাকের পাওয়ার দিছে কোন স্বামী।স্ত্রী জানে না ইসলামে মেয়েরাও তালাকের অধিকার পায় যে সেটা।তহ স্ত্রী ধরেন বেশি রেগে গিয়ে যদি স্বামীকে বলে তুই শুয়োরের বাচ্চা।। স্বামী যদি এরপর তালাকের নিয়ত ছাড়া মন খারাপ করে রেগে বলে থাকিও না শুয়োরের সাথে চলে যাও।এতে কি তালাক হবে?স্বামী ধরেন অনেক বার বলেছে সে কোনদিন তালাকের নিয়তে কিছু বলে নি।স্ত্রীও নিজের দিকে তালাকের নিয়তে বা নিজের দিকে ইন্গিত করে কিছু বলে নি।