ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
জালিমের জুলুম থেকে বাঁচতে বিচারকের নিকট জালিমের বিরুদ্ধে নালিশ/গিবত করা বৈধ।যেমন মজলুম ব্যক্তি বিচারকের নিকট গিয়ে বলল,অমুক ব্যক্তি আমার উপর জুলুম-নির্যাতন করেছে।এবং আমার সাথে সে এমন এমন ব্যবহার করেছে।আমার অমুক অমুক জিনিষ সে ছিনিয়ে নিয়ে গেছে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু আপনি বিচারক নন, তাই এই সব ঝগড়া বিবাদ শুনতে যাবেন না। এগুলো গিবত শ্রবণের সমতুল্য হবে। তবে যদি আপনি মীমাংসার জন্য এগিয়ে যান, তাহলে উভয় পক্ষের আলোচনা শুনে মীমাংসা করতে পারবেন।
(২)
আপনি যদি কাউকে ডিস্টার্ব না করেন, তাহলে জয়েন হতে পারবেন।এক্ষেত্রে সংশ্লিষ্ট ক্লাসের উস্তাদের কাছ থেকে অনুমতি গ্রহণই একান্ত কাম্য।
(৩)
মরে যাবো, এমনটা বলা বা কল্পনা করা যাবে না।হ্যা, নিজেকে দোষারোপ বা তিরস্কার করতে পারবেন।আর তিরস্কার করাই কামিল ঈমানের পরিচায়ক।
(৪)
আল্লাহ আপনার মনের ইচ্ছাকে পূরণ করুক।আমীন।