আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
157 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
১. আত্মীয় কারা যাদের সাথে সম্পর্ক না রাখলে গুনাহ হবে (কতদূর পর্যন্ত আত্মীয় হবে যেমন মামা চাচা দাদা সম্পর্ক অনুসারে উত্তর দিলে সুবিধা হয়।) আত্মীয় সম্পর্ক রক্ষার্থে তাদের সাথে কেমন ব্যবহার করা উচিত শুধু ফোনে খোজ খবর নিলেই হবে। বাবার আত্মীয় থেকে মায়ের আত্মীয়দের যদি বেশি সাহায্য সহযোগিতা করা হয় তবে কি গুনাহ হবে কারণ বাবার আত্মীয়রা পছন্দ
২.হোস্টেলে একই রুমের মধ্যে আমি নামাজ পড়ি আমার অন্য রুমমেট  ফোন চালাই কোন সাউন্ড আসে না কিন্তু মানুষের ছবি থাকে এক্ষেত্রে কি নামাজ হবে রুমের মধ্যে?
৩.একজন মেয়ে হয়ে অন্য মেয়ের সামনে কতটুকু সতর থাকা দরকার
৪.ওষুধ কোম্পানিতে স্যাম্পল ওষুধ দেয় ওই ওষুধ  বিক্রি করার টাকা কি হালাল হবে? ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ জোর করে কোন গিফট দেয় যদি বলি যে কোন গিফট নিব না  নিব না তবে কোম্পানির লোক বলে ম্যাডাম আপনি না নিলে আমার   চাকরি থাকবে না। রিপ্রেজেন্টেটিভ বলে কোম্পানির পক্ষ থেকে সব ডাক্তারকে এই গিফট দেওয়া হয়েছে কোন চুক্তি করা হয়নি তাদের সাথে এদের থেকে ওই গিফট নেওয়া হালাল হবে?

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
ذَهَبَ فُقَهَاءُ الْحَنَفِيَّةِ وَالشَّافِعِيَّةِ إِلَى أَنَّ دَرَجَاتِ الصِّلَةِ تَتَفَاوَتُ بِالنِّسْبَةِ لِلأَْقَارِبِ، فَهِيَ فِي الْوَالِدَيْنِ أَشَدُّ مِنَ الْمَحَارِمِ، وَفِيهِمْ أَشَدُّ مِنْ غَيْرِهِمْ . وَلَيْسَ الْمُرَادُ بِالصِّلَةِ أَنْ تَصِلَهُمْ إِنْ وَصَلُوكَ؛ لأَِنَّ هَذَا مُكَافَأَةٌ، بَل أَنْ تَصِلَهُمْ وَإِنْ قَطَعُوكَ . فَقَدْ رَوَى الْبُخَارِيُّ وَغَيْرُهُ لَيْسَ الْوَاصِل بِالْمُكَافِئِ وَلَكِنَّ الْوَاصِل الَّذِي إِذَا قُطِعَتْ رَحِمُهُ وَصَلَهَا
হানাফি ফুকাহায়ে কেরাম,এবং শাফেয়ী ফুকাহায়ে কেরাম মনে করেন,সিলাহ রেহমি আত্মীয়তার স্থরভেদে প্রযোজ্য হবে।মাহরামের তুলনায় মাতা-পিতার জন্য উচ্ছস্থরের সিলাহ রেহমি প্রযোজ্য হবে।আর গায়রে মাহরামের তুলনায় মাহরামের জন্য উচ্ছস্থরের সিলাহ রেহমি প্রযোজ্য হবে।সিলাহ রেহমির অর্থ এটা নয় যে,কেউ আপনার সাথে ভালো ও উত্তম ব্যবহার করল,আর বিনিময়ে আপনিও তার সাথে ভালো ব্যবহার করলেন।কেননা এটার নাম তখন সিলাহ রেহমি না হয়ে  মুকাফা'।বরং আত্মীয় কেউ আপনার সাথে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করার পরও আপনি তার দিকে উত্তম ব্যবহার নিয়ে অগ্রসর হবেন এটাই হলো মূলত সিলাহ রেহমি।যেমন সহীহ বুখারী সহ বিভিন্ন রেওয়াতে এসেছে,সিলাহ রেহমি এটা নয় যে,আত্মীয় কারো ভালো ব্যবহারের বিনিময়ে আপনিও তার সাথে ভালো ব্যবহার করলেন,বরং সম্পর্ক বিচ্ছিন্ন করার পরও তার সাথে ভালো ব্যবহার করার নামই হলো সিলাহ রেহমি।(৩/৮৪) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1577

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ঐ সমস্ত আত্মীয় যাদের সাথে সম্পর্ক না রাখলে গুনাহ হবে, তারা পর্যায়ক্রমে নির্দিষ্ট হবে। উপরের লিংকে বর্ণিত লিখা পড়ে নিলেই বুঝে নিতে সক্ষম হবেন।

আত্মীয় সম্পর্ক রক্ষার্থে তাদের সাথে ফোনে খোজ খবর নিলেই হবে। বাবার আত্মীয় থেকে মায়ের আত্মীয়দের যদি বেশি সাহায্য সহযোগিতা করা হয়,তাহলে সেটা অনুচিত হবে। বরং বাবার আত্মীয়কে অগ্রাধিকার দিতে হবে। 

(২)
যেই রুমে ছবি থাকে, সেই রুমে নামায পড়া মাকরুহ।

(৩)একজন মেয়ে হয়ে অন্য মেয়ের সামনে কতটুকু সতর থাকা দরকার? এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2461

(৪)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১.ওষুধ কোম্পানি ডাক্তারদের যে গিফট দেয়,সেটা নেয়া শর্তের সাথে জায়েয।
২.ওষুধ কোম্পানি থেকে তাদের ওষুধ লেখার জন্য ডাক্তারদের টাকা দেওয়া হয়। এই টাকা নেওয়া জায়েয হবে না। 
৩.যাদের ফার্মেসী আছে তাদেরকে ওষুধ কোম্পানি গিফট দেয়। সেই গিফট গুলো যদি তারা তাদের আত্মীয়দেরকে দেয়; কিংবা ছাত্র শিক্ষককে দেয়, তাহলে সেই গিফটগুলো আত্মীয়-শিক্ষকের নেয়া জায়েজ হবে। সাধারণত কলম-লেখার প্যাড দেয়,সেগুলো ব্যবহার করা যাবে।বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/594 

সুতরাং 
ওষুধ কোম্পানিতে স্যাম্পল ওষুধ দেয় ওই ওষুধ  বিক্রি করার টাকা হালাল হবে। তবে যদি তাদের ঔষধ বিক্রি বাধ্যতামূলক ভাবে কিছু দেয়, তাহলে তখন সেটা জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...