ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পেনশন অনেক মুসলিম দেশেও প্রচলিত রয়েছে।বিশেষ করে উলামাদের তত্বাবধানে পাকিস্তানে সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু রয়েছে।আমাদের দেশেও হালাল পেনশন ব্যবস্থা চালু সম্ভব হত যদি সরকার আলেম উলামাদের সাথে পরামর্শ করে চালু করতো।আশা রাখবো, সরকারের যেন শুভবুদ্ধির উদয় হয়, বিজ্ঞ উলামায়ে কেরামদের সাথে শলাপরামর্শ করেই যেন পেনশন ব্যবস্থাতে পরিবর্তন নিয়ে আসা হয়।
আমাদের দেশে প্রথমিক পর্যায়ে সার্বজনীন পেনশন ব্যবস্থার যে রূপরেখা ঘোষণা করা হয়েছে,তাতে সুদ রয়েছে।
রিবা বা সূদ কাকে বলে?
বর্ণিত রয়েছে এ ব্যপারে উলামায়ে কেরামগণ একমত যে, প্রত্যেক ঐ ঋণ যা মুনাফাকে টেনে নিয়ে আসবে তাই রিবা বা সুদ হিসেবে পরিগণিত হবে।
যেমন
ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺃَﺑُﻮ ﺑَﻜْﺮٍ ﻗَﺎﻝَ : ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺣَﻔْﺺٌ، ﻋَﻦْ ﺃَﺷْﻌَﺚَ، ﻋَﻦِ ﺍﻟْﺤَﻜَﻢِ، ﻋَﻦْ ﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢَ، ﻗَﺎﻝَ : « ﻛُﻞُّ ﻗَﺮْﺽٍ ﺟَﺮَّ ﻣَﻨْﻔَﻌَﺔً، ﻓَﻬُﻮَ ﺭِﺑًﺎ » ﻣﺼﻨﻒ ﺍﺑﻦ ﺃﺑﻲ ﺷﻴﺒﺔ
তরজমাঃ-প্রত্যেক ঐ ঋণ যা মুনাফাকে টেনে নিয়ে আসবে তাই রিবা বা সুদ। (মুসান্নাফ ইবনে আবি শায়বাহ-২০৬৯০)