ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
পর্দার ব্যাপারে শীতিলতা প্রদর্শনের জন্য পিতার আদেশ নির্দেশকে মান্য করা আপনার জন্য জায়েয হবে না।সুতরাং আপনি সঠিক কাজই করেছেন।এজন্য বাবা নারাজ হলেও আপনার গোনাহ হবে না। দ্বীনের কাজ করতে গেলে, দ্বীন মেনে চলতে হলে আপনাকে অবশ্যই অনেক প্রকার বিপদাপদের সম্মুখীন হতে হবে। তখন ধর্য্য সহকারে পরিস্থিতির মুকাবেলা করতে হবে। এজন্য দুনিয়া ও আখেরাতে আল্লাহ তা'আলা আপনাকে উত্তম বিনিময় দান করবেন।আমীন।চুম্মা আমীন।
আল্লাহ তা'আলা বলেন,
يَا بُنَيَّ أَقِمِ الصَّلَاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنكَرِ وَاصْبِرْ عَلَىٰ مَا أَصَابَكَ ۖ إِنَّ ذَٰلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ -
হে বৎস, নামায কায়েম কর, সৎকাজে আদেশ দাও, মন্দকাজে নিষেধ কর এবং বিপদাপদে সবর কর। নিশ্চয় এটা সাহসিকতার কাজ।( সূরা লুকমান-১৭)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এখনো আপনি আবার বাবার সাথে ভালো ব্যবহার করুন।বাবাকে খুশী করার যাবতীয় চেষ্টা করুন।বাবার জন্য, বাবার হেদায়তের জন্য আল্লাহর কাছে দু'আ করতে থাকুন। তবে আপনার বিয়ে রিজেক্টের কারণে আপনার গোনাহ হবে না।