নামাযের মধ্যে বায়ু নির্গত হওয়া প্রসঙ্গে -
সে যেন শব্দ শুনা কিংবা গন্ধ পাওয়া ছাড়া নামায না ছাড়ে। (সহিহ বুখারী ১৩৭ সহিহ মুসলিম ৩৬১)
আমার প্রশ্ন হচ্ছে,
১. একাকী বাসায় নামায পড়ার ক্ষেত্রেও এই হাদিস প্রযোজ্য হবে কী না..
২. এমন কিছু হওয়ার পর চলমান নামায না ছেড়ে সম্পন্ন করা হলো; তারপর আবার যদি অন্য নামায (সুন্নাত/নফল) পড়তে হয় সেক্ষেত্রে কী পুনরায় ওযু করতে হবে?
পূর্বের প্রশ্নের সাথে আর দুটি প্রশ্নের উত্তর পেলে খুবই উপকৃত হব জনাব। ওয়াসওয়াসজনিত প্রশ্ন করতে নিষেধ করা হয়েছে। তবুও করছি, কেননা আমার পরীক্ষা চলে। এমতাবস্থায় কোর্সটা করতে পারছি না।
* ফরয গোসলের পূর্বে বালতিতে নাপাক কাপড় ধুয়েছি। ধোয়ার পর বালতির ভেতরের ওই নাপাক পানির সামান্য অংশ আমার শরীরে লেগেছিলো। ওটুকু আর আলাদাভাবে ধুতে মনে ছিলো না। গোসলের সময় মগে করে পানি ঢেলেছি শরীরে। এখন আমার মনে হচ্ছে, শরীর থেকে পানির ছিটা বালতির মধ্যেও পড়েছে হয়তো। আর শরীরে তো ওই অল্প পরিমাণ নাপাক পানি লেগে ছিলো।
৩. তাহলে কী বালতির পানি অপবিত্র হয়ে গেছে? ফরয গোসল আদায় হয় নি?
৪. আমি গামছা (পাক) পরিহিত অবস্থায় ছিলাম। শরীরে পানি ঢালার পর ওই পানি তো গামছাতেও লেগেছে। এক্ষেত্রে গামছাও কী অপবিত্র হয়ে গেছে?