ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আয়েশা রাযি থেকে বর্ণিত,
ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ﻋﻦ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ ﻣﻦ ﻧﺬﺭ ﺃﻥ ﻳﻄﻴﻊ ﺍﻟﻠﻪ ﻓﻠﻴﻄﻌﻪ ﻭﻣﻦ ﻧﺬﺭ ﺃﻥ ﻳﻌﺼﻴﻪ ﻓﻼ ﻳﻌﺼﻪ
রাসূলুল্লাহ সাঃ বলেন, যে ব্যক্তি আল্লাহর অানুগত্যশীল কোনো জিনিষ দ্বারা মান্নত করবে,সে যেন তা পূর্ণ করে। আর যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা মূলক কোনো জিনিষ দ্বারা মান্নত করবে, সে যেন তা পূর্ণ না করে।(সহীহ বোখারী-৬৩১৮) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/375
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)"কেউ যদি এরকম নিয়ত করে যে,যদি গাফিলতির বশে উস্তাযাকে সবক পড়া না দিতে পারি,তাহলে সেই দিন ওই গাফিলতির জন্য ৫০০ বার ইস্তেগফার পড়বো।"
এমন আমল করাতে সমস্যা হবে না।এখানে নিজে নিজে আমল বানানো হবে না,যাকে বিদা'আত আখ্যায়িত করা হবে।
(২) কেউ যদি ফজরের সালাতে মাঝেমধ্যে উঠতে না পারে, সেজন্য যদি সে নিয়ত করে যে, "আজকে যদি ফজর মিস হয়, তাহলে আমি ৪/৬ রাকাত নফল সালাত আদায় করবো।"
এতেও কোন সমস্যা হবে না। এবং এটা বিদা'আত হবে না।