আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ।
আমি আমার স্ত্রীর সাথে রাগের মাথায়, (সে বর্তমানে তার বাবার বাড়ি অবস্থাব করছে) সে আমাকে বলেছে
১) ঘুমাও, আমি তার ওপর রাগ করে বলেছি, তোমার চিন্তা করতে হবে না। সেও আবার তার প্রতি উত্তরে বলেছে "আমার চিন্তা তোমাকে করতে হবে না" এখানে উল্লেখ্য যে, দুজনেই ঘুমের বিষয়ে বলেছিলাম, যেনো ঘুমাই দুজনেই!
২) আমি তাকে জিজ্ঞেস করেছি, সকালে কয়টায় আসবা? প্রতি উত্তরে সে বলে, আমার যেতে ইচ্ছে হয় না! মানে তার বাবার বাড়ি থেকে স্বশুর বাড়ি আসতে ইচ্ছে হয় না।আমি তাকে বলেছি তাহলে আসতে হবে না, থাকো!
৩) সে জিজ্ঞেস করেছে ১০/১১ টার দিকে আসবো,
আমি উত্তরে বললাম, ইচ্ছা তোমার!
৪) পরবর্তিতে আমি তাকে রেগে বলি৷ আজকের জন্য আর টেক্সট করবা না তুমি, সব ত্যারা কথা বলো, এ কথা বলার পরের টা হলো, আর তোমাকে সকালে আসতে হবে না।
থাকো তুমি, আমি অসুস্থ হই যাই হই, দরকার নেই আসার।
আমার জন্য আল্লাহই যথেষ্ট।
৫) তার দুপুরে খাবার খেয়ে আসার কথা আমার বাসায়, সে আমাকে একটু পরে বলে, তাহলে বিকালে আসি? আমি বলি না আসলেও হয় (রাগ করেই)
৬)সে জিজ্ঞেস করলো "সত্যি"? আমি বললাম তোমার আসতে ইচ্ছে হয় না যখন, এসে কি করবা? থাকো আর উপভোগ আরো।
৭)পরে আবার কোনো কথায়, বললাম যার ইচ্ছে হয় না আসতে তাকে আর জোর করে আনবো না। (অভিমান করেই বলেছিলাম) সে এর উত্তরে বলে তাহলে আরো ১ মাস,
পরে তাকে বুঝালাম, রাগের সময় চুপ থাকতে হয়, মাস'আলার অনেক বিষয় চলে আসে রাগের মাথায় কথা বলা দারা।
সে সেখানেও বলে, বলেন একটু শুনি!!!
পরে খামোশ হয়ে যাই দুজনেই।
অনেক সময় এমনটাও হয়, সে আমাকে জিজ্ঞেস করে এটা কেমন, ওটা কেমন, কিংবা এটা করবো?
আমি তাকে উত্তর দেই, তোমার ইচ্ছে/ তোমার জিনিস তোমার ইচ্ছা/তোমার পছন্দ।
তার ইচ্ছাধিন কিছু বিষয় ছেড়ে দেই মাঝে মাঝে। এটা কি কেনায়ার ভেতর পরে।
উল্লেখ্য আমাদের বিবাহের মাত্র ১ মাস অতিবাহিত হয়েছে।
একটু জানাবেন, এগুলোর দ্বারা কি কেনাবা হয় নাকি?
আমি তাকে বুঝাতে চেয়েও বুঝাতে পারি না, যে রাগের মাথায় একজনকে চুপ থাকতে হয়!
দোয়া করবেন, আমাদের জন্য হযরত, আল্লাহ সুবহানাহু তায়ালা আমাদের দুজনকে তার দ্বীনের জন্য কবুল করেন।দুজনকে ধৈর্য দান করেন।