আমার ৪ ভরি স্বর্ন আছে, আমার স্ত্রীর ৯ ভরি স্বর্ন আছে, আমার সন্তান ১.২ বছর বয়সী ৩.৫ ভরি স্বর্ন আছে তবে কি আমার, আমার স্ত্রীর, আমার সন্তানের সবার যাকাত ফরজ হবে? নাকি পৃথকভাবে ৭.৫ ভরি থাকলে তারপর যাকাত ফরজ?
আমার স্ত্রীর যাকাত ফরজ কিন্তু ও কোন উপার্জন করে না আমি যাকাত দিয়ে দেয় এতে কোন সমস্যা হবে?