ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১৩) মাসআলাঃ
যদি কোন মেয়েলোকের তিন দিন তিন রাত রক্ত দেখা যায়, তারপর ১৫ দিন পাক থাকে; আবার তিন দিন তিন রাত রক্ত দেখে, তবে আগেকার তিন দিন তিন রাত এবং পনের দিনের পর তিন দিন তিন রাত হায়েয ধরিবে। আর মধ্যকার দিন পাক থাকার সময়।
(১৪) মাসআলাঃ
যদি কোন মেয়েলোক এক দিন বা দুই দিন ঋতুস্রাব দেখিয়া পনের দিন পাক থাকে এবং আবার এক দিন বা দুই দিন রক্ত দেখে, তবে সে যে পনের দিন পাক রহিয়াছে তাহা তো পবিত্রতারই সময়, আর এদিক-ওদিক যে কয়দিন রক্ত দেখিয়াছে, উহাও হায়েয নহে বরং ইস্তেহাযা।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জুলাই এর ৩১ তারিখে আপনার রক্তস্রাব আসার পর তিনদিন স্থায়ী হয়নি।সুতরাং সেটা ইস্তেহাযা ছিলো।
তারপর এখন ৯ তারিখ থেকে আবার ব্লাড দেখা শুরু করেছে, যদি তিনদিনের বেশঈ স্থায়ী হয়, তাহলে এটা হায়েয হিসেবে গণ্য হবে।
(১) আপনি মাঝের সময়টাকে তথা ৩১ তারিখ থেকে পরবর্তী মাসের ৯ তারিখ পর্যন্ত সময়টাকে পবিত্রতার সময় ধরবেন।
(২)আপনার ৯ তারিখ থেকে তিনদিনের বেশী রক্তস্রাব হলে,সেই সময়টাকে হায়েয ধরবেন।
(৩)আজকের পর থেকে যদি ধারাবাহিকভাবে রক্ত যেতে থাকে, এবং তিন দিনের অতিরিক্ত দিন যায়,তাহলে ১০ পর্যন্ত হায়েয গণনা করবেন।