আসসালামু আলাইকুম
প্রায় এক বছরের ও বেশী সময়ের আগের কথা। আমি অতীতে স্ত্রীর সাথে কি কথা বলেছি সেগুলো নিজে নিজে একা একা আলোচনা করতাম। কখনো মনে মনে আবার কখনো উচ্চারন করে। স্ত্রীর সাথে কি কথা হয়েছে সেগুলো মনে করার চেষ্টা করতাম একা একা নিজে। সঠিক কিভাবে একা একা উচ্চারণ করতাম আমার মনে নেই ।আমার দুই রকম ভাবে মনে পড়ে । পুরো কথাটাই অতীতে কি বলতাম সেগুলো নিজেই বলতাম ,স্ত্রীর কথা গুলো ও আমি বলতাম, আমার কথা গুলোও আমিই বলতাম ,একা একা আলোচনা করার একমাত্র উদ্দেশ্য ছিলো অতীত সম্পর্কে জানা। নিচে দুই রকম ভাবেই লিখলাম
প্রথম রকম মনে পড়ে যেভাবে
" আমার স্ত্রী বলতো এমন হলে তোমার সাথে থাকবোনা। তখন আমি বলতাম ঠিক আছে থাইকোনা। তারপর স্ত্রী বলতো তুমি আমাকে ছেড়ে দিবা ,তারপর আমি কি ছেড়ে দেবো বলেছি নাকি ছেড়ে দিলাম বলেছি। ছেড়ে দেবো বলেছি বললেতো সমস্যা নেই ।আর ছেড়েদিছি বললে কোন নিয়তে বলেছি( তখন আমি জানতাম যে ছেড়ে দিলাম কেনায়া শব্দ তাই নিয়তের কথা বলতাম)"। মনে হয় ছেড়ে দিছিই বলেছি ,,,,,,,,না মনে হয় ছেড়ে দিবোই বলেছি"
দিতীয় রকম যেভাবে মনে
"আমি তোমার সাথে থাকবোনা ।ঠিক আছে থাকিসনা। তুই আমাকে ছাইড়া দিস । ঠিক আছে ছাইড়া দিবো। /// ঠিক আছে ছাইড়া দিসি। ছাইড়া দেবো বলেছি নাকি দিছি বলেছি।ছাইড়া দিছি বললে কোন নিয়তে বলেছি"
উপরে ২ রকমের আলোচনার কথা লিখেছি যা আমি একা একা আলোচনা করতাম। সঠিক কোনভাবে আমি একা একা আলোচনা করেছি সেটা মনে নেই।
আমার এখানে প্রশ্ন হচ্ছে আমার একা একা আলোচনার জন্য কোন সমস্যা হবে কিনা? আমার একমাত্র উদ্দেশ্যে ছিলো অতীত সম্পর্কে জানা। আমি এইরকম যখন একা আলোচনা করতাম তখন স্ত্রীর কথা মনেই থাকতোনা তখন। শুধু অতীত এর কথা বুঝার চেষ্টা করতাম আমি কি বলেছিলাম। আমি কয়েকজনকে মুখে প্রশ্ন করে বুঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু কয়েকজন বুঝেনি প্রশ্ন । আর যারা বুঝেছে তারা সবাই উত্তর দিয়েছিলো যে কোন সমস্যা নেই। তারপরেও এখন আবার সন্দেহ হচ্ছে তারাও কি ঠিক বুঝতে পেরেছে তাই এখানে লিখে প্রশ্ন করলাম।
এইরকম আলোচনা একবার করেছি নাকি দুইবার করেছি মনে নেই। দুইবার মনে হয় মাঝে মাঝে আবার একবার মনে হয় মাঝে মাঝে। কিন্তু আমার কোনটার কথাই কথাই খেয়াল নেই