আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
180 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (41 points)
১.শুনেছি অমুসলিম মুসলিম হতে হলে গোসল করা জরুরী না, মুস্তাহাব। এখন কোনো মুসলমানের ঈমান ভঙ্গ হয়ে গেলে বা মুরতাদ হয়ে গেলে নতুন করে মুসলমান হতে চাইলে কি গোসল করা জরুরী?

২.কেউ মুরতাদ হয়ে যাবার সন্দেহে সতর্কতাবশত  গোসল করে নতুন করে ঈমান আনতে পারবে কি?

৩.কুফরি বা শিরক করার কারনে ইসলাম থেকে বের হয়ে যাবার সন্দেহে সতর্কতাবশত গোসল করে নতুন করে ঈমান আনতে পারবে কি?

৪.ঈমান  যদি ভঙ্গ হয়ে না থাকে তাহলে সন্দেহের বশে নতুন করে ঈমান আনলে কি ঈমান চলে যাবে?

৫. মুসলমান হওয়ার জন্য যে গোসল করা হয় সেটা কি দৈনন্দিন যে স্বাভাবিক গোসল  করা হয় সেটি কি নাকি ফরজ গোসলের নিয়মে করতে হয়?
৬.মুসলমান হওয়ার জন্য যে গোসল করা হয় সেটি কি ঈমান আনার আগে নাকি পরে গোসল করতে হয়?

৭.মুসলমান হওয়ার জন্য যে গোসল করা হয় সেটি কি ঈমান আনার নিয়তে করতে হয়?
৮.সহবাসের পর স্বামী স্ত্রী একসাথে ফরজ গোসল করতে পারবে কি?

1 Answer

0 votes
by (574,260 points)
edited by
জবাবঃ- 
بسم الله الرحمن الرحيم


(০১)
হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَغَرِّ بْنِ الصَّبَّاحِ، عَنْ خَلِيفَةَ بْنِ حُصَيْنٍ، عَنْ قَيْسِ بْنِ عَاصِمٍ، أَنَّهُ أَسْلَمَ فَأَمَرَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَغْتَسِلَ بِمَاءٍ وَسِدْرٍ .

মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ...... কায়স ইবনু আসিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি ইসলাম গ্রহণ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে পানি ও বদরী পত্র দিয়ে গোসল করতে নির্দেশ দিয়েছিলেন। - তাখরীজুল মিশকাত ৫৪৩, সহিহ আবু দাউদ ৩৮১, তিরমিজী হাদিস নম্বরঃ ৬০৫ [আল মাদানী প্রকাশনী]

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
মুরতাদ মুসলমান হলে তার উপর গোসল ওয়াজিব কিনা এই ব্যপারে উলামায়ে কেরামদের মাঝে মতবিরোধ রয়েছে। 
কেহ কেহ বলেছেন যে তার উপরেও গোসল ওয়াজিব।     

উলামায়ে কেরামগন বলেন   
هل يجب عليه الغسل أو لا؟ في ذلك أقوال للعلماء، فمنهم من أوجبه مطلقا ومنهم من لم يوجبه مطلقا، وفصل بعض العلماء فقال بوجوبه إن ارتكب حال ردته ما يوجب الغسل وأما إن لم يرتكب في حال ردته ما يوجب الغسل فلا غسل عليه، وهذا قول الشافعية وهو تفصيل حسن.
সারমর্মঃ এই ব্যপারে উলামায়ে কেরামদের মাঝে  মতবিরোধ রয়েছে। 
কিছু উলামায়ে কেরামগন এটার ব্যখ্যা করেছেন যে যদি মুরতাদ থাকা অবস্থায় গোসল ওয়াজিব হওয়ার মতো কোনো কাজ করে থাকে,তাহলে ইসলাম গ্রহনের পর গোসল ওয়াজিব।
অন্যথায় গোসল ওয়াজিব নয়।      

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
মুরতাদ মুসলমান হলে আগে থেকেই গোসল ফরজ হওয়ার মতো কোনো কাজ (স্ত্রী সহবাস,স্বপ্নদোষ ইত্যাদি)  হয়ে থাকলে তার উপর নিঃসন্দেহে  তার উপর গোসল ফরজ হবে।

আর যদি সে আগেই থেকেই শারীরিক ভার পবিত্র থাকে,তাহলে ইসলাম গ্রহনের পর তাকে আবারো গোসল করতে হবে কিনা,এই
বিষয়টি নিয়ে উলামায়ে কেরামদের মাঝে মতবিরোধ রয়েছে। 
সতর্কতামূলক গোসল করে নেয়াই উচিত।

তবে গোসল না করলেও ঈমান আনয়নের ক্ষেত্রে সমস্যা হবেনা।

বিস্তারিত জানুনঃ- 

(০২)
হ্যাঁ, পারবে।

(০৩)
হ্যাঁ, পারবে।

(০৪)
না,এতে ঈমান চলে যাবেনা। 

(০৫)
ফরজ গোসলের নিয়মে গোসল করতে হবে।

(০৬)
যেকোনো এ সময় করলে হবে।
ঈমান আনার আগে গোসল করলে ঈমান আনার পর আর করতে হবেনা।
ঈমান আনার আগে গোসল না করে থাকলে ঈমান আনার পরে গোসল করতে হবে।

(০৭)
হ্যাঁ, তবে উক্ত নিয়ত থাকা ফরজ নয়।

(০৮)
পারবে।
তবে বিবস্ত্র অবস্থায় গোসল করা হতে অনুৎসাহিত করা হয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
প্রশ্নের ই একটি জিনিস বুঝার জন্য কমেন্ট  করেছি জনাব,দেখলে উপকৃত হবো,এখন তো প্রশ্নও নিবে না আর

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...