আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
সবাই মিলে পিকনিকের চাঁদা দেওয়ার ক্ষেত্রে কেউ যদি তার হারাম ভাবে উপার্জিত অর্থ থেকে চাঁদা দেয়। আমি নিজে যদি হালাল উপায়ে উপার্জিত অর্থ থেকে চাঁদা দেয়। তারপর সেই পিকনিকের খাবার খাই, তবে কি আমার জন্য জায়েয হবে? নাকি যেহেতু হারাম অর্থ মিশেছে, তাই না জায়েয হবে?