আসসালামু আলাইকুম
ওয়েবসাইট এ দেখলাম সিজদাহ নিয়ে সন্দেহ হলে সাহু সিজদাহ্ দিতেই হয়।।আর ইচ্ছেকৃত সাহু সিজদাহ্ দিলে নামাজ ভেঙে যায়।
এখন আমি সিজদাহ ২ টাই দেয়।আমি বুজতে পারি ২টা সিজদায় দিয়েছি,,তবুও জোরপূর্বক আমার মনে আসে সিজদাহ ২ টাই কি আসলে দিয়েছি।।সন্দেহ হয় দেখে সামনে মোবাইল এ ভিডিও অন করে কয়েকদিন নামাজ পড়েছি ।।এবং তখনও আমার মন বলে আমি ২ সিজদাই দিয়েছি,, তবুও মনে হুদাই সন্দেহ হয়।।নামাজ শেষে মোবাইল এ নামাজের ভিডিও দেখতাম।।তখন ঠিকই দেখতাম ২ সিজদাহ দিয়েছি।।এখন ভিডিও করাটা কি ঠিক হয়েছেে।
আর সন্দেহের কারনে সাহু সিজদাহ্ দিতে গেলে মনে হয়।আমি মনে হয় ২ সিজদাই দিয়েছি,,তাই এটা তো ইচ্ছেকৃত সিজদাহ হয়ে গেল।তাই নামাজ তো আবার পড়তে হবে।তখন আবার নামাজ পড়ি।
মোট কথা সিজদাহ আমি ঠিকই দেয়,, তবুও জোরপূর্বক সন্দেহ তৈরি হয়,,আর আপনারা যে বলছেন,,সিজদাহ্ নিয়ে সন্দেহ হলে সাহু সিজদাহ্ দিতেই হবে,,তখন এ কথা মনে পড়ে।তখন আমি কনফিউজড হয়ে যায়,,আবার সাহু সিজদাহ্ দিলে মনে হয় ইচ্ছেকৃত দিলাম।
এখন আমার কি করণীয়