শায়েখ একটা বিষয়ে ifatwa থেকে জানতে গিয়ে একটা জিনিস দেখলাম সেখানে বলা হয়েছে, " কেও আক্ষেপ করে যদি বলে যিনা,খুন খারাবী যদি হালাল হতো তবে সে কাফের হয়ে যাবে,কারণ তা কখনোই হালাল ছিলো না" ইহা একটি গ্রহণযোগ্য ফতোয়া। (সূত্র: https://ifatwa.info/72535/?show=72535#q72535 ) আমি সমাজের প্রায়শয়ই মানুষকে এ ধরনের কথার কাছাকাছি কথা বলতে শুনি তাই কিছু বিষয়ে বিস্তারিত জানতে চাচ্ছিলাম, আপনি সাহায্য করলে উপকার হবে। আর দয়া করে শেষ জবাব টা দেখবেন প্লিজ।
১. এই সাইট থেকেই জেনেছি, "কুফরী সম্পর্কিত বিষয়ে, যখন কোন বিষয়ে ৯৯ ভাগ সম্ভাবনা থাকে কুফরীর, আর এক ভাগ সম্ভাবনা থাকে, কুফরী না হওয়ার। তাহলে মুফতী ও বিচারকের জন্য উচিত হল কুফরী না হওয়ার উপর আমল করা।কেননা ভুলের কারণে এক হাজার কাফের বেচে থাকার চেয়ে ভুলে একজন মুসলমান ধ্বংস হওয়া জঘন্য। {শরহু ফিক্বহুল আকবার-১৯৯}""
এখন উপরোক্ত কথায় কি শতভাগ কুফরীই প্রকাশ করে? যে এই কথা বললো সে তো হারাম কে হালাল মানছে না, তাও ঠিক কোন দলিল বা কারণের ভিত্তি করে তাকে কাফের সাব্যস্থ করা হবে?
(যদি এধরনের কথা ফিকহি উসুল অনুযায়ী কুফরি না হয়, তবে তো না, আর কুফর হলে আরো কিছু বিষয় বিস্তারিত জানতে চাই, ২-৬)
২. আমরা বুঝবো কিভাবে কি কি আগে হালাল ছিলো আর ছিলো না? সব গুলো তো অনেকেই জানে না।
৩. সকল হারামই কি এইভাবে বললে সে কাফের হয়ে যাবে?, যদিও সে জানে এবং মানে এটা হারাম। যেমন কেও যদি বলে," সুদ হালাল হলে ভালো হতো" সে মানছে সুদ হারাম, দূরে থাকার চেষ্টা ও করছে।
৪. কেও যদি জানে না এভাবে বললে কুফর হয় সেও কি এই ক্ষেত্রে কাফের হয়ে যাবে? বা জানে কিন্তু বলার সময় মনে ছিলো না এইভাবে বলাটা কুফর এতে করেও কি সে কাফের হবে?
৫. অনেকে বিভিন্ন হারাম কাজ কে, হারাম বা গুনাহের কাজ জেনেও ভালো বলে, যেমন " একটা প্রেম করলে ভালো হবে" "লটারি কিনে ফেলো ভালো হবে" "গান বা নাচ শিখো ভালো হবে" ইত্যাদি। এতেও কি কুফর হবে?
৬. আমি যদি আমার পরিবারের মানুষকে এসব বলা কুফরী তা না জানাই, এটা ভেবে যে যদি তারা না জেনে বলে হয়তো কুফরী হবে না, এতে কি আমার গুনাহ হবে?
৭.শায়েখ, আর শায়েখ শেষ জবাব টা একটু বলে দিবেন, ওয়াটসাপেও বলেছিলেন কিন্তু সে সকল ব্যাংক জব হারাম মনে করে এভাবে বলেছিলো(কোথায় পড়েছে না কি সব ব্যাংক জব হারাম) এর ফলেও কি তার ইমানে সমস্যা হবে কি না শিওর হওয়ার জন্য জানতে চাচ্ছি) বিরক্ত করার জন্য ক্ষমা করবেন, ইনশাআল্লাহ আর ত্যক্ত করবো না কখনো)
আমার বউকে আজকে বলি আমাকে সবাই ব্যাংকে চাকরীর অফার করে, সে চায় না আমি ব্যাংকে চাকরী করি সে এটাকে হারাম মানে, কিন্তু, বলেফেলে "হারাম না হলে ভালো হতো" পরে জিগ্যেস করি "কি হারাম না হলে?" সে বলে ব্যাংকের চাকুরী (উল্লেখ্য সে মনে করে ব্যাংকের সকল চাকরীই কোনো না কোনো ভাবে সুদের সাথে সম্পৃক্ত তাই সব ই হারাম)
সে কি এতে কাফের হয়ে যাবে? আমদের বিয়ের কি হবে?