আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ শায়খ।
শায়খ, হাদিসে তো নামাজের ৩ নিষিদ্ধ সময়ের মধ্যে একটি হচ্ছে সূর্যাস্ত।
কিন্তু ওখানে এটাও লেখা আছে, যে- ওইদিনের আসরের সালাতটা সূর্যাস্তের পূর্বে/সময়ে পড়া যাবে!
এই বিষয়টা নিয়ে আমি একটু কনফিউশনে আছি।
আজকে যদি সূর্যাস্ত ৫ঃ১৬তে হয়, কোনো ওজরবশত আমি ৫ঃ১৩তে নামাজে দাঁড়াই ও আমার নামাজ ৫ঃ১৮তে শেষ হয়, আমার নামাজের মধ্যে সুর্যাস্ত হয়ে যায় তাহলে কি নামাজটা আদায় হবে না?