আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
282 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (11 points)
edited by
আসসালামু আলাইকুম
এক বোনের তরফ থেকে প্রশ্ন।

বিয়ে হয়েছে এক ইসলামিক ম্যাট্রিমনি সাইট থেকে।আলহামদুলিল্লাহ ৬ মাস বয়সী মেয়ে সন্তান আছে।বিয়ের সময় উনাকে একটাই প্রশ্ন করেছিলাম, পর্দায় রাখতে পারবে কিনা?শুধু মাত্র দ্বীনদার পাত্রের আশায় সমাজের বিপরীতে গিয়ে ২৫ হাজার টাকা নগদ মোহরানায় রাজি হয়েছিলাম,পর্দায় রাখবে বলে।

উনি জানিয়েছিলেন,পর্দায় রাখতে পারবে।উনার মা ও পর্দা করে এমন জানিয়েছিলেন।

বিয়ের পর বাস্তবতা বর্তমানে এমন:

ফরজ ইবাদতে তাহার গাফিলতি
নিজের নজর হেফাজত কারী নন।

কাজ করতে যায় না,সারাক্ষণ ফোন হাতে।

মা বাহিরে বেপর্দায় গিয়ে অন্যের বাসায় কাজ করে।

গায়রত নেই

দুই রুমের বাসা।ভাসুর,ভাসুরের ছেলে (বালেগ) তাদের সামনে পর্দায় কষ্ট।
রান্না করা, বাথরুমে যাওয়া, এমনকি নিজের রুমেও পার্সোনাল সিকিউরিটি নেই।ভাসুরের ছোট ছেলে যখন তখন রুমে ঢুকে যায়,দরজা খোলা থাকে।ওদের রুমের সামনে দিয়ে রান্না ঘর।নাম মাত্র পর্দা করতেছি।নামাজে দাড়ালেও দরজা খোলে চলে আসে আর দরজা খোলা রয়ে যায়।

এদিকে পর্দা করায় শাশুড়ী আমার উপর অনেক বিরক্ত।বাহিরে কাজ করে এসে নিজের ঘরের কাজ ও তার করতে হয় বলে।কারণ উনার রুমে,ভাসুর+ ভাসুরের ছেলে থাকায় যেতে পারি না।উনার ব্যবহার আমার উপর দিন দিন খারাপ হচ্ছে।

স্বামীকে এই প্রায় ২ বছর শত বোঝানোর পরেও ৩ রুমের বাসা নিচ্ছে না।উনার নাকি সামর্থ নেই।অথচ সারাদিন রাত ঘরে থাকে।বাহিরে কাজ করতে যায় না।চিল্লাচিল্লি করতে করতে গেলেও সন্ধ্যার পর যায় দুই এক ঘন্টা পর চলে আসে।এভাবে বসে বসে খেয়ে ঋণগ্রস্ত। তার মুলধনের ৫/৬ গুণ টা সে অন্যের থেকে ধার এনেছে।। অই টাকা পরিশোধ করবে দুরের কথা বাসায় বসে ফোন হাতেই দিন কাটায়।আমাকে পর্দার ব্যবস্থা করে উনি নাকি রাখতে পারবে না।এভাবেই থাকতে হবে।

আমার মেয়েকে নিয়ে আমি সন্দিহান এমন পরিবেশে আমি নিজেই যেখানে বেপর্দা মেয়েকে কেমন পরিবেশ দিব? যেখানে দিন রাত মোবাইল/টিভিতে শো চলছে।ঘরের মানুষ সবাই দেখলে মেয়েও তো ওমন ই হবে।

তাই আমার স্বামীকে এই বিষয় নিয়ে বলাতে উনি সরাসরি ক্লিয়ার ভাবে জানিয়েছে।এভাবেই থাকতে হবে।ভাসুর+ ভাসুরের ছেলেরা অন্য রুমে থাকে।তার স্ত্রীকে তো আলাদা রুম দিয়েছেন ই। এর চেয়ে বেশি সে পারবে না।আলাদা থাকবে না মা বাবা কে ছেড়ে
এদিকে ফরজ ইবাদাত এর কথা ভাবছি।তাই বলেছি আমাকে বাবা বাড়ি দিয়ে আসতে।উনি যেন মাসে বেড়াতে যায়।উনি তাতেও রাজি তবু ও আমায় পর্দার পরিবেশে রাখবে না।

প্রশ্ন:১: বাবার বাড়িতে গিয়ে থাকলে কি ঠিক হবে?

প্রশ্ন: ২: এতে কি স্বামীর হক নষ্ট হবে?

কি করণীয়?

1 Answer

0 votes
by (583,410 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্ত্রীর বাসস্থান কি রকম হবে?
এ সম্পর্কে  ফুকাহায়ে কিরামদের নিম্নোক্ত কিছু আলোচনা লক্ষণীয়.....
আল্লামা হাসকফী রহ.বলেনঃ-
وَكَذَا تَجِبُ لَهَا السُّكْنَى فِي بَيْتٍ خَالٍ عَنْ أَهْلِهِ) سِوَى طِفْلِهِ الَّذِي لَا يَفْهَمُ الْجِمَاعَ وَأَمَتِهِ وَأُمِّ وَلَدِهِ (وَأَهْلِهَا) وَلَوْ وَلَدَهَا مِنْ غَيْرِهِ (بِقَدْرِ حَالِهِمَا) كَطَعَامٍ وَكُسْوَةٍ وَبَيْتٍ مُنْفَرِدٍ مِنْ دَارٍ لَهُ غَلْقٌ. زَادَ فِي الِاخْتِيَارِ وَالْعَيْنِيِّ: وَمَرَافِقَ، وَمُرَادُهُ لُزُومُ كَنِيفٍ وَمَطْبَخٍ، وَيَنْبَغِي الْإِفْتَاءُ بِهِ بَحْرٌ (كَفَاهَا) لِحُصُولِ الْمَقْصُودِ هِدَايَةٌ. وَفِي الْبَحْرِ عَنْ الْخَانِيَّةِ: يُشْتَرَطُ أَنْ لَا يَكُونَ فِي الدَّارِ أَحَدٌ -
مِنْ أَحْمَاءِ الزَّوْجِ يُؤْذِيهَا، وَنَقَلَ الْمُصَنِّفُ عَنْ الْمُلْتَقَطِ كِفَايَتَهُ مَعَ الْأَحْمَاءِ لَا مَعَ الضَّرَائِرِ فَلِكُلٍّ مِنْ زَوْجَتَيْهِ مُطَالَبَتُهُ بِبَيْتٍ مِنْ دَارٍ عَلَى حِدَةٍ.
-আদ্দুররুল মুখতার ৩/৫৯৯;

আল্লামা ইবনে আবেদীন শামী রহ উনার চিরাচরিত নিয়মানুযায়ী উক্ত আলোচনার বিস্তারিত ও গ্রহণযোগ্য ব্যাখ্যা করেন,যা নিচে পৃথক পৃথকভাবে উল্লেখ করা হল,
قَوْلُهُ خَالٍ عَنْ أَهْلِهِ إلَخْ) ؛ لِأَنَّهَا تَتَضَرَّرُ بِمُشَارَكَةِ غَيْرِهَا فِيهِ؛؛ لِأَنَّهَا لَا تَأْمَنُ عَلَى مَتَاعِهَا وَيَمْنَعُهَاذَلِكَ مِنْ الْمُعَاشَرَةِ مَعَ زَوْجِهَا وَمِنْ الِاسْتِمْتَاعِ إلَّا أَنْ تَخْتَارَ ذَلِكَ؛ لِأَنَّهَا رَضِيَتْ بِانْتِقَاصِ حَقِّهَا هِدَايَةٌ )
স্ত্রীকে এমন একটি বাসস্থান দান করা স্বামীর জন্য ওয়াজিব,যা স্বামীর পরিবার থেকে খালি থাকবে,কেননা সে অন্যর উপস্থিতির ধরুণ কষ্ট উপভোগ করবে,এবং তার মাল সামানা পুরোপুরি সংরক্ষিত থাকবে না।তৃতীয় কারো উপস্থিতি স্বামী-স্ত্রীর পারিবারিক জীবন ও একান্ত সময় অতিবাহিত করতে ব্যাঘাত সৃষ্টি করবে। এ জন্য একটি পৃথক বাসস্থান স্ত্রীর মৌলিক অধিকার।তবে যদি সে তার নিজ অধিকার বিসর্জন দিতে রাজি হয় যায় তাহলে তার জন্য অনুমিত রয়েছে (যদি এক্ষেত্রে গোনাহের কোনো সম্ভাবনা না থাকে)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/430

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বামীর উপর ওয়াজিব যে সে পর্দা সম্মত থাকার ব্যবস্থা করবে। পর্দা সম্মত থাকার ব্যবস্থা না করার জন্য সে অবশ্যই গোনাহগার হবে। আপনি আপনার বাবার বাড়ি থাকতে পারবেন। এতেকরে আপনার কোনো গোনাহ হবে না এবং স্বামীর অধিকারও নষ্ট হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (583,410 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 289 views
...