ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেনঃ
ﻭَﻟَﺎ ﺗَﺰِﺭُ ﻭَﺍﺯِﺭَﺓٌ ﻭِﺯْﺭَ ﺃُﺧْﺮَﻯ ﻭَﺇِﻥ ﺗَﺪْﻉُ ﻣُﺜْﻘَﻠَﺔٌ ﺇِﻟَﻰ ﺣِﻤْﻠِﻬَﺎ ﻟَﺎ ﻳُﺤْﻤَﻞْ ﻣِﻨْﻪُ ﺷَﻲْﺀٌ ﻭَﻟَﻮْ ﻛَﺎﻥَ ﺫَﺍ ﻗُﺮْﺑَﻰ الخ
কেউ অপরের বোঝা বহন করবে না। কেউ যদি তার গুরুতর ভার বহন করতে অন্যকে আহবান করে কেউ তা বহন করবে না-যদি সে নিকটবর্তী আত্নীয়ও হয়।
(সূরা ফাতির-১৮)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) অংশীদারী ব্যবসায় যদি চুক্তি এমন হয় যে, অংশীদাররা সমান মূলধন দিবে এবং সমান লাভ ক্ষতি গ্রহণ করবে, এখন একজনের মূলধন যদি হালাল হয় এবং অন্য অংশীদারদের মূলধনের ব্যাপারে জানা না যায় যযে, সেটা হালাল নাকি হারাম? তাহলে ব্যবসা থেকে যে লাভ বা ক্ষতি হবে,সেটাও হালাল হবে।
(২) যদি (১) নং প্রশ্নে অন্য অংশীদারদের মূলধন হারাম হয় আর আপনার মূলধন হালাল হয়, সেক্ষেত্রে ব্যবসা থেকে যে লাভ বা ক্ষতি হবে,সেটা আপনার জন্য নাজায়েয হবে না।
(৩) ব্যবসায় কোন অংশীদার যদি কাজ একটু বেশি করে বা কম করে সেক্ষেত্রে যিনি বেশী শ্রম দিবেন, তিনি কিছুটা বেশী মুনাফার হকদার হবেন।