জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান অনুযায়ী মুসলিম মহিলা অমুসলিম সামনে পুরুষের ন্যায় হুকুম রাখে।
অর্থাৎ যেমনি ভাবে পুরুষ এর সামনে মহিলাদের পর্দা করতে হয়,ঠিক তেমনি অমুসলিম মহিলাদের সামনেও মুসলিম মহিলাদের পর্দা করতে হবে।
যদিও এক্ষেত্রে কিছু ইসলামী স্কলারগন মতবিরোধ করেছে, তবে এটাই গ্রহনযোগ্য মত।
(তাদের অনুসারী গন সেই মতানুযায়ী আমল করতে পারবেন। )
আল্লাহ তায়ালা বলেনঃ
وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ {النور:31}.
তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে,
فالشاهد من الآية هو قوله تعالى: " أو نسائهن " أي النساء المسلمات، والكافرة ليست من نساء المسلمة،
এই আয়াতে মহিলা দ্বারা মুসলিম মহিলা উদ্দেশ্য।
(সুতরাং কাফের মহিলা এই বিধানের আওতায় নয়। তাদের সামনে পর্দা করতে হবে। )
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই বোন,উল্লেখিত মহিলারা যেনাকারিনী,তবে তারা কেউ কাফের নন।
শরীয়তের বিধান হলো কোন চরিত্রহীনা নারীর সামনে সৌন্দর্য প্রকাশ করা উচিত নয়। অনুরূপ যে নারীরা অন্য নারীর রূপ কোন বন্ধু বা স্বামীর নিকটে বর্ণনা করে তাদের সামনে বেপর্দা হওয়া নিষিদ্ধ। আর অমুসলিম মহিলাদের সামনে হাত ও চেহারা ছাড়া অন্যান্য অঙ্গ খোলা বৈধ নয়।
★প্রশ্নে উল্লেখিত যেনাকারীনীদের সামনে যদিও মুসলিম নারীদের পর্দা না করা জায়েজ আছে, তবে সতর্কতা অবলম্বন হিসেবে পর্দা করাই উচিত।