১. আসসালামু আলাইকুম শায়েখ আমার স্বামী আমাকে বলছে সে আমার কোন হক পূরণ করতে পারবে না, আমার কাছ থেকে বাচ্চা নিবে না। সে একজন শায়েখ এর সাথে কথা বলছে শায়েখ বলছে হক করতে পারবেন সেটা আপনার স্ত্রী কে জানায় দেন। তার পর সে সংসার করতে ও পারে নাও পারে। প্রথম দিন শোনা র পর আমি কিছু বলি নাই। তারপর সে ঝগড়ার সময় এ কথা বলছে আমি তখন বলছি সংসার করবো না৷ আমার স্বামী স্পষ্ট বলছে আমার কোন তালাকের অধিকার নেই। এখন কি এমন কথায় তালাক হবে?
২. আমি কখনো ওয়াসওয়াসার বা রাগের কারণে তালাক নিলাম বলে ফেললেও তালাক হবে না কারণ আমার স্বামী তো তালাকের অধিকার দেয় নাই তাই তো শায়েখ?
৩. শায়েখ আমি খুব কস্টে আছি। আমার স্বামী শারীরিক হক পূরণ করেন না। বাচ্চা চান না। আমি ভুলে মুখ ফুটে বলে ফেলছি তাকে ক্ষমা করছি কিন্তু মন থেকে ক্ষমা করি নাই। এখন কি সে ক্ষমা পাবে? তাকে ক্ষমা করতে চাই না।
৪. কোনও আমল কি আছে স্বামী মন জয় করার? থাকলে বাংলায় লিখে দিবেন দয়া করে আমি আরবি পড়তে পারি না।
৫. শায়েখ কোন তালাক তো হয়নি সংসারে আমারও তো কোন তালাক এর অধিকার নেই তাই তো শায়েখ?