১.স্বপ্ন দেখি আমি হজ্ব করে এসেছি এবং আমার দুই বান্ধবী হজ্ব করেছি শুনে অবাক হয়ে গেছে।
২.স্বপ্ন দেখি আমাদের বাড়িতে খালি জমিতে আমাদের ঘর উঠেছে এবং তা দেখতে গেছি বাকিটুকু মনে পড়ছে না ভালো করে। কিন্তু স্পষ্ট মনে আছে আমার ভাইয়ার এক বন্ধু যিনি (বাস্তবে ভাই তাকে চিনে না স্বপ্নে বন্ধু দেখেছি) ভাাইকে বলছেন আমি যেন তালিমে যাই এমন কমবেশী এবং আমি বলি উনার (ভাইয়ের বন্ধুর) বোন, মা থাকলে আমি যেতাম বা উনাকে বলতে তাহলে তো যেতাম, স্বপ্নের ভেতর আমি এই ভেবে খুশি হই যে উনার সাথে আমার বিয়ে হবে ইত্যাদি ইত্যাদি।আবার দেখি ভাইয়ের সেই বন্ধু এবং উনার আরেক বন্ধু হজ্ব করেছেন।হজ্ব করার মাধ্যমে স্বপ্নে আমি এই ধারণা করি যে উনি বড়লোক। আমার স্বপ্নটি ভালো করে মনে নেই তবে যেতুটুকু মনে আছে লিখেছি এবং আমি স্বপ্নে দেখি মাগরিবের আযান দিচ্ছে আর আমি নামায পড়েছি এমন। স্বপ্নে যেখানে আমাদের বাড়ি করা হচ্ছে সেখান থেকে আমি আসল বাড়িতে আসছি কেড়স জুতার ভেতর উঁচু জুতা এবং থ্রি পিস পরে আসতেসি অথচ বাস্তবে আমি পর্দা করি আলহামদুলিল্লাহ।
এই স্বপ্নের ব্যাখ্যা কী?নামায, তালিম, বেপর্দা,হজ্ব,বিয়ের কথা মনে করা আবার আমাদের নতুন বাড়ি ইত্যাদি এসব একসাথে বুঝতেসিনা....
স্বপ্নের ব্যাখ্যা জানাবেন ইন শা আল্লাহ