بسم
الله الرحمن الرحيم
জবাব,
বিবাহ সহীহ হওয়ার জন্য শর্ত
হল দু’জন আযাদ প্রাপ্ত বয়স্ক বিবেকবান দুই জন মুসলিম স্বাক্ষের সামনে পাত্র/পাত্রি
প্রস্তাব দিবে আর অপরপক্ষে পাত্র/পাত্রি তা কবুল করবে। আর সাক্ষীগণ উভয়ের কথা সুষ্পষ্টভাবে
শুনবে। আর শরয়ী এ শর্তাবলী পরিপূর্ণভাবে টেলিফোনে পাওয়া সম্ভব নয়। তাই টেলিফোন বা মোবাইলে
বিবাহ করা জায়েজ নয়। {ফাতওয়ায়
উসমানী-২/৩০৪,৩০৫}
মোবাইলে বা টেলিফোনে বিবাহ
করার পদ্ধতি হল-উভয় পক্ষ থেকে এক পক্ষ অপরপক্ষ যেখানে থাকে সেখানের কোন ব্যক্তিকে উকীল
বানাবে অর্থাৎ ছেলে পক্ষ থেকে মেয়ের নিকটে অথবা মেয়ে পক্ষ থেকে ছেলের নিকটে উকীল বানাবে।
তারপর সে উকীল দু’জন সাক্ষীর সামনে বিবাহ করিয়ে দিবে। তাহলে বিবাহ শুদ্ধ হয়ে যাবে।
এছাড়া সরাসরি মোবাইলে বা টেলিফোনে প্রস্তাব ও কবুল করার দ্বারা বিবাহ সহীহ হবে না।
মোবাইল কলের মাধ্যমে বিবাহ
সংগঠিত হবে না। কেননা শরীয়তে যেসব ক্ষেত্রে লেনদেন বৈধ হওয়ার জন্য সাক্ষ্যকে শর্ত করা
হয়েছে, সেক্ষেত্রে
সাক্ষীগণের শোনা শর্ত। কিন্তু এখানে সাক্ষীদয়ের শ্রবণ পাওয়া যাচ্ছে না,
বিধায় সর্বসম্মতিক্রমে বিবাহ সংগঠিত হবে
না।আল্লামা হাসক্বফী রা বলেনঃ
(وَ) شُرِطَ (حُضُورُ)
شَاهِدَيْنِ(حُرَّيْنِ) أَوْ حُرٌّ وَحُرَّتَيْن (مُكَلَّفَيْنِ سَامِعَيْنِ
قَوْلَهُمَا مَعًا)
দুজন স্বাধীন পুরুষ অথবা একজন
স্বাধীন পুরুষ ও দুজন স্বাধীন মহিলা সাক্ষী হিসেবে উপস্থিত থাকতে হবে,যারা শরীয়তের বিধি-বিধান পালনে দায়বদ্ধ থাকবে,এবং একসাথে উভয় (স্বামী-স্ত্রী) র ইজাব-কবুল শ্রবণ করবে।
(আদ্দুরুল মুখতার-৩/২২)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2679
ইসলামী শরীয়তে বিবাহ শুদ্ধ
হবার জন্য কয়েকটি শর্ত রয়েছে। যথা-
১. বর ও কনেকে কিংবা তাদের প্রতিনিধিকে ইজাব তথা
প্রস্তাবনা ও কবুল বলতে হয়।
২.
উক্ত ইজাব ও কবুলটি বলতে হয় দুইজন প্রাপ্ত
বয়স্ক মসলিম পুরুষ বা একজন পুরুষ ও দুইজন মহিলার সামনে।
قوله صلى
الله عليه وسلم : ( لا نكاح إلا بولي وشاهدي عدل ) رواه البيهقي من حديث عمران
وعائشة ، وصححه الألباني في صحيح الجامع (7557)
বিয়ের আকদের সময় সাক্ষী রাখতে
হবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম বলেছেন, “অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।” [তাবারানী কর্তৃক সংকলিত,
সহীহ জামে (৭৫৫৮)]।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী- “তোমরা
বিয়ের বিষয়টি ঘোষণা কর।”[মুসনাদে আহমাদ এবং সহীহ জামে গ্রন্থে হাদিসটিকে ‘হাসান’ বলা
হয়েছে (১০৭২)]
৩.
ইজাব ও কবুলটি উভয় সাক্ষ্যি স্বকর্ণে শুনতে
হবে।
উক্ত তিনটির কোন একটি শর্ত
না পাওয়া গেলে ইসলামী শরীয়তে বিবাহ শুদ্ধ হয় না।
উপরোক্ত তিনটি শর্ত পাওয়া গেলে বিবাহ হবে,অন্যথায় বিবাহ হবেনা।
★প্রিয় প্রশ্নকারী
দ্বীনি ভাই/বোন!
১. বিবাহ সহীহ হওয়ার জন্য
শর্ত হল দু’জন আযাদ প্রাপ্ত বয়স্ক বিবেকবান দুই জন মুসলিম স্বাক্ষীর সামনে পাত্র/পাত্রি প্রস্তাব দিবে আর অপরপক্ষে পাত্র/পাত্রি তা কবুল করবে।
আর সাক্ষীগণ উভয়ের কথা সুষ্পষ্টভাবে শুনবে। নিশ্চিত ভাবে
তাদের দুইজনের ইজাব কবুল শুনা জরুরী । বিধায় প্রশ্নেল্লিখিত ছুরতে বিবাহ সহীহ হয়নি।
২. বিবাহ সহীহ না হওয়ার কারণে তাদের তালাক
হওয়ার কোন প্রশ্নেই আসে না।