আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
126 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (30 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।

আশুরার দিন তো হুসাইন রাদিয়াল্লহু আনহুসহ উনার পরিবারকে শহীদ করা হয়... সেই জন্য কি উনাদের রুহের উপর তিলাওয়াত পড়ে দেওয়া বা হাজতের সালাত পড়া..ইত্যাদি
এরকম কিছু কি করা যায়? এরকম কিছু করা কি জায়েজ?

1 Answer

0 votes
by (597,330 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আশুরা উপলক্ষ্যে যেসব আমলের কথা বর্ণিত হয়েছে,সেখানে রোযা রাখা,নফল ইবাদত করা ইত্যাদির আলোচনা এসেছে।বিশেষ অন্য কোনো আমল বর্ণিত হয়নি।
হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত এক হাদীসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
أفضل الصيام بعد رمضان شهر الله المحرم
‘রমযানের পর আল্লাহর মাস মুহাররমের রোযা হল সর্বশ্রেষ্ঠ।’(সহীহ মুসলিম ২/৩৬৮; জামে তিরমিযী ১/১৫৭)

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, ‘
ما رأيت النبي صلى الله عليه وسلم  يتحرى صيام يوم فضله على غيره إلا هذا اليوم يوم عاشوراء وهذا الشهر يعني رمان
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমযান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোযা রাখতে দেখেছি অন্য সময় তা দেখিনি।’
(সহীহ বুখারী ১/২১৮)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ঈসালে সওয়াব যে কারো জন্য করা যায়। এর জন্য কোনো দিন তারিখ নির্দিষ্ট নেই।যে কারো জন্য যে কোনো সময় ঈসালে সওয়াব করা যায়।হযরত হুসাইন রাযি কে যেভাবে শহীদ করা হয়েছে, নিঃসন্দেহে সেটা অত্যান্ত গর্হিত ও নির্লজ্জ কাজ। যেজন্য তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাড়াতে হবে। হুসাইন রাযির জন্য উনার পরিবারের জন্য ঈসালে সওয়াব করা নিঃসন্দেহে পূন্যর কাজ।তবে আশুরার দিনে নির্দিষ্ট করে এমন কোনো আমল বর্ণিত হয়নি। জরুরী মনে না করে করলে করা যেতে পারে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 120 views
...