اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ‎
আমি ছোট থেকেই নরম এবং কোমল,কিন্তু যখন দ্বীনের বুঝ পাই এর পর থেকে, সবার থেকে ভালো কিছু নেওয়ার চেষ্টা করি,
এখন অনেক সময় পার হয়ে গিয়েছি,আমার মধ্যে দিনে দিনে এমন এক হেবিট তৈরি হচ্ছে যা আমার আচরণকেই নিকৃষ্ট করে দিচ্ছে৷ এই গুনটা হলো আমি যাদের সাথেই মিশি বা দেখি সচারাচর তাদের অনেক গুনই আমার মধ্যে ঢুকে যায়, ভালোটার থেকে খারাপ টা বেশি,
আগে যেখানে আমার স্বাভাবিক একটা কথা বলতেও গলা কাপত, সেখানে আমি এখন কঠোরতার সাথে কথা বলি, আগে আমার দাওয়াহটা এমন ছিল যে মানুষ আমার আচরনেই দ্বীনে ফেরার জন্য আগ্রহী হতো, আর এখন আমি সবার চোখে কঠোর,
যাদের চোখে আমি কঠোর নিকৃষ্ট তাদের স্বভাব ই আমার মধ্যে বিদ্যমান বলে আজ এমন হয়ে গেছি আমি,
উস্তায কি ভাবে আমি এই ওয়াসওয়াসা, এই খারাপ স্বভাব নিজের মধ্যে থেকে দুর করব? আমাকে পরামর্শ দিন আমি যা চাইছি না তা-ই আমার মধ্যে নিজের অজান্তে ঢুকে পড়ছে।এগুলো আমার ঈমানকেও দুর্বল করছে