আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
256 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (21 points)
edited by
আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্নগুলো হচ্ছে,,

১. এক তালাক বায়েন পতিত হলে কি ওই একই ব্যক্তির সাথে সংসার করা যায়? যদি যায় তাহলে সেটা কিভাবে? শুনেছি নতুন করে মোহর ধার্জ করে বিয়ে করতে হয়। এখন জানার বিষয় হচ্ছে এক তালাক বায়েন পতিত হওয়ার ১ মাসের মধ্যেই  ওই একই স্বামী স্ত্রী সংসার করার জন্য পুনরায় বিয়ে করতে পারবে নাকি আরো অপেক্ষা করতে হবে?

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
এক তালাক বায়িন হওয়ার পর বিবাহ ভঙ্গ হয়ে যায়। তখন স্বামী স্ত্রীর সম্পর্ক চিহ্ন হয়ে যায়। যদ্দরুণ তখন আর স্বামী স্ত্রী একসাথে বসবাস করতে পারবেন না।এক তালাক বায়িন হওয়ার পর উক্ত স্বামী স্ত্রী পরস্পর একসাথে থাকার জন্য জরুরী হয়ে যায় যে, তারা নতুন মহর সাব্যস্ত করে দুজন সাক্ষীর সামনে আবার বিয়ে করে নিবেন।চায় ইদ্দতের ভিতরে হোক বা ইদ্দত শেষ হওয়ার পর হোক। এবং ভবিষ্যতে উক্ত স্বামী আর মাত্র দুই তালাকের মালিক থাকবে।


দারুল উলূম বিন্নুরি টাউন থেকে প্রকাশিত একটি ফাতাওয়ায় বলা হয় যে, 
ایک طلاقِ بائن ہونے کے بعد نکاح ٹوٹ جاتا ہے اور میاں بیوی کا ساتھ رہنا اور مباشرت کرنا ناجائز ہوجاتا ہے، طلاقِ بائن کے بعد ساتھ رہنے کے لیے لازم ہے کہ دونوں آپس کی رضامندی سے دو گواہوں کی موجودگی میں نئے مہر کے ساتھ دوبارہ نکاح کرلیں، تجدیدِ نکاح کے بعد میاں،بیوی کا ساتھ رہنا اور مباشرت کرنا جائز ہوگا ، البتہ آئندہ کے لیے شوہر کے پاس صرف دو طلاقوں کا اختیار باقی رہ جائے گا، اس کے بعد اگر مزید دو طلاقیں دیں تو یہ مجموعی طور پر تین طلاقیں ہوکر  طلاقِ مغلظہ ہوجائے گی اور بیوی اپنے شوہر پر حرمتِ مغلظہ کے ساتھ حرام ہوجائے گی، رجوع بھی جائز نہیں ہوگا اور حلالہ شرعیہ کے بغیر دوبارہ نکاح بھی جائز نہ ہوگا۔
فتوی نمبر : 143909200932

الفتاوى الهندية (1/ 472)
" إذا كان الطلاق بائناً دون الثلاث فله أن يتزوجها في العدة وبعد انقضائها، وإن كان الطلاق ثلاثاً في الحرة وثنتين في الأمة لم تحل له حتى تنكح زوجاً غيره نكاحاً صحيحاً ويدخل بها ثم يطلقها أو يموت عنها، كذا في الهداية".فقط واللہ اعلم


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by (21 points)
আসসালামু আলাইকুম, হুজুর অনেক আলেমের বক্তব্য শুনলাম যে, এক তালাক বায়েন পতিত হলে নাকি পুরোপুরি তিনমাস অপেক্ষা করতে হবে, ইদ্দত পালন করতে হবে। এর আগে বিয়ে করলে নাকি বিয়ে জায়েজ হবে না। যদি এই বিষয়ে একটু বলতেন। এক তালাক বায়েন পতিত হওয়ার ২০ দিন পরেই কি বিয়ে করা যাবে সেক্ষেত্রে?
by (597,330 points)
আপনি যা শুনেছেন, হয়তো সঠিক টা বুঝেন নি বা শুনেননি। এক তালাক বায়েন পতিত হওয়ার পর উক্ত স্বামী ব্যতিত অন্য কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হলে তিন মাস অপেক্ষার পরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এর পূর্বে হওয়া যাবেনা। তবে নিজ স্বামীর সাথে তৎক্ষণাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...