আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
185 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (16 points)
edited by
১. মুমিনের স্বপ্ন নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ৷ এই হাদিসটি শরীয়তের কোন ক্ষেত্রে প্রযোজ্য, আমলি বিষয়ে নাকি বিধানগত?

২. কোন ক্ষেত্রে স্বপ্ন,খোয়াব,এলহাম গ্রহণযোগ্য আর কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়?

৩.শাহ নিয়ামত উল্লাহর ক্বাসীদায় যে ভবিষ্যদ্বাণী রয়েছে ভারতবর্ষ সম্পর্কে এতে কি বিশ্বাস রাখা যাবে?
৪.এলহাম/স্বপ্নযোগে পাওয়া কোনো আদেশ দ্বারা কি ইদাদের মতো কোনো কঠিন বিষয়ে সিদ্ধান গ্রহণ করা জায়েজ?

৫. কোনো ব্যক্তি যদি এরকম ইদাদের ক্ষেত্রে নিজেকে এলহাম প্রাপ্ত বলে দাবি করে এবং কাওকে তার মতাদর্শ মানতে বলে তাহলে কি তাকে ইমাম মানা যাবে?

রিসেন্টলি এক ব্যক্তির সম্পর্কে জেনেছি যে ব্যক্তি গাজওয়াতুল হি** সম্পর্কে এরকম ভবিষ্যদ্বানী দেয় এবং নিজেকে ইলহাম প্রাপ্ত দাবী করে। অনেক সদ্য দ্বীনে ফেরা ভাইবোন তার দ্বারা প্রভাবিত। ইভেন তাকে ইদাদের ক্ষেত্রে অনুসরণীয় মনে করে। ইভেন কেউ কেউ তার সাথে মিশনে যেতেও প্রস্তুত। ব্যক্তি সম্পর্কে জানার সুবিধার্থে আমি লিংক দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ।

বিভ্রান্তিকর আলোচনা - https://youtu.be/VOumlyYgtyk,
ব্যক্তির ইউটিউব চ্যানেল - https://youtube.com/@ummaherbarta8875

1 Answer

0 votes
by (590,550 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
হযরত আবু রাযিন আল-উক্বাইলী রাঃ বলেন নবী কারীম সাঃ বলেছেন
، عَنْ أَبِي رَزِينٍ العُقَيْلِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رُؤْيَا المُؤْمِنِ جُزْءٌ مِنْ أَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ، وَهِيَ عَلَى رِجْلِ طَائِرٍ مَا لَمْ يَتَحَدَّثْ بِهَا، فَإِذَا تَحَدَّثَ بِهَا سَقَطَتْ». 
মু'মিনের স্বপ্ন হচ্ছে নবুওতের চল্লিশভাগের এক ভাগ(অর্থাৎ তা সত্যরূপ পরিনত হয়ে থাকে),যে স্বপ্ন দেখেছে স্বপ্নটা তার উপর ঘুর্ণায়মান থাকে যতক্ষণ না কারো কাছে ব্যক্ত করে,অতঃপর যখন সে কারো কাছে ব্যক্ত করে (এবংঐ ব্যক্তি এর কোনো ব্যখ্যা প্রদান করে) তখন ঐ ব্যখ্যা অনুযায়ীই স্বপ্ন বাস্তবায়িত হয়।(তিরমিযি হাদীস নং ২২৭৮)

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
মুমিনের স্বপ্ন নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ৷ 
এই হাদিসটি নিজের জীবনের জন্য সিদ্বান্ত নিতে অর্থাৎ নিজের বেলায় কার্যকর তবে অন্যের বেলায় প্রযোজ্য হবে না। 

(২)নিজের ব্যক্তিগত ক্ষেত্রে স্বপ্ন,খোয়াব,এলহাম ইত্যাদি গ্রহণযোগ্য। তবে অন্যর বেলায়  প্রযোজ্য হবে না।

(৩) শাহ নিয়ামত উল্লাহর ক্বাসীদায় যে ভবিষ্যদ্বাণী রয়েছে ভারতবর্ষ সম্পর্কে, এটা যেহেতু বিষয়ক একটি ধারণামাত্র।তাই আপনি যদি সেটাকে পরিপূর্ণ নিশ্চিত মনে না করেন, তাহলে তাতে কোনো সমস্যা নেই। পুরোপুরি নিশ্চিত মনে করা কখনো জায়েয হবে না।

(৪) এলহাম/স্বপ্নযোগে পাওয়া কোনো আদেশ দ্বারা ইদাদের মতো কোনো কঠিন বিষয়ে সিদ্ধান গ্রহণ করা যাবে না।বিস্তারিত জানতে শরহে আকাঈদে নসফী পড়তে পারেন।

(৫)কোনো ব্যক্তি যদি এরকম ইদাদের ক্ষেত্রে নিজেকে এলহাম প্রাপ্ত বলে দাবি করে এবং কাওকে তার মতাদর্শ মানতে বলে, তাহল সেই ব্যক্তিকে বিশ্বাস করা যাবে না। বরং সর্বদাই সেই ব্যক্তি পরিত্যাক্ত বলে বিবেচিত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (590,550 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...