ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)দাড়িতে গিট্টু লাগলে তা না খুলে ফরজ গোসল করলেও ফরজ গোসল আদায় হয়ে যাবে। এবং অযু করলে অযও শুদ্ধ হবে।
(২)দাড়ি ঘন হলে ফরজ গোসলে দাড়ির গোড়াসহ গোড়া থেকে আগা পর্যন্ত পুরো দাড়ি ভাল করে ভিজাতে হবে না,বরং দাড়ির উপরিভাগে পানি পৌছে দিলেই অজু গোসল হয়ে যাবে।
(৩) নামাজে সন্দেহের বশে সাহু সিজদাহ দিলে,যদি এক সালামের পর সাহু সিজদা দেয়া হয়,তাহলে নামাযকে দোহড়াতে হবে। তবে দুই সালামের পর সাহু সিজদা দিলে নামাযকে দোহড়াতে হবে না।
(৪)ফরজ গোসলে কানের চিদ্র ভিজানোর জন্য চিদ্রে একবার ভিজা আঙ্গুল প্রবেশ করলেই গোসল হয়ে যাবে।
(৫) একাধিক বার সহবাসের ক্ষেত্রে প্রথম বার সহবাসের পর দ্বিতীয় বার সহবাস করতে চাইলে অযু করে নেওয়া মুস্তাহাব।
(৬)কওমি, হাফেজি মাদ্রাসায় প্রায় ছাত্ররাই বেতন দিয়ে পড়াশোনা করে। এখন কওমী, হাফেজী মাদ্রাসা নির্মানে ইট,সিমেন্ট ব্ল্যাকবোর্ড, টাকা দান করলে সওয়াব পাওয়া যাবে।
(৭)কওমী /হাফেজী মাদ্রাসায় ব্লেকবোর্ড কিনে দিলে সওয়াব পাওয়া যাবে।
(৮)প্রস্রাব করার সময় টিস্যু নেওয়ার সময় রাস্তায় চিনির দানা পরিমান টিস্যু আটকে যায় তা বের না করে ফরজ গোসল করলে ফরজ গোসল আদায় হবে।
(৯) নারীদের ফরজ গোসলে চুল খোলা থাকলে, চুলের গোড়া থেকে আগা পর্যন্ত পুরো চুল ভাল করে ভিজাতে হবে।