আসসালামু আলাইকুম
১) আমি গরীব বা ফকিরদেরকে দান করার ক্ষেত্রে আগে শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করতাম। কিন্তু এখন আমি জানতে চাচ্ছি যে সুস্থ হওয়ার নিয়তে, বালা-মুসিবত থেকে রক্ষা পাওয়ার নিয়তে বা অন্য যে কোন নিয়তে ফকিরদেরকে দান করা যাবে? আকিদায় কোনো সমস্যা হবে?
২) দোয়া, জিকির ও ইস্তেগফার করার ক্ষেত্রে আমরা কি ধরনের আকিদা রাখব মনের মধ্যে?
৩) কেউ যদি জিকির বা ইস্তেগফার পড়ে এবং নিয়ত রাখে সুস্থ হওয়ার, বালা-মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য পড়তেছে, তাহলে কি আকিদায় কোনো সমস্যা হবে? এভাবে কি পড়া যাবে?
যেহেতু জিকির বা ইস্তেগফার পড়া হয়ে থাকে মুলত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, কিন্তু এখানে তো অন্য নিয়তে পড়া হবে তাই জানতে চাওয়া।
জাযাকাল্লাহু খাইরান