আসসালামু আলাইকুম
১।। স্ত্রীর এক চাচাত ভাইয়ের বউ তার স্বামীকে তুই করে বলে,,পরে স্ত্রী তার স্বামীকে একথাটা বলে,,,তখন স্বামী তার স্ত্রীকে বলে তুই করে বললে সম্পর্ক শেষ,, পরে একদিন স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করে তুই করে বললেই সম্পর্ক শেষ তখন স্বামী বলে হুম।।স্বামী বলে স্ত্রী কেন তুই বলবে,,স্ত্রী কে সাজিয়ে রাখার জিনিস সে কেন তুই বলবে।।। একদিন ঝগড়া করে স্বামীকে আমি তুই করে বলছি,৷ ,,,পরে স্বামীকে আমি জিজ্ঞেস করি তুমি যে বললা তুই করে বললেই সম্পর্ক শেষ এটা কি তালাকের নিয়তে বলছো যে আমি তুই বললেই তালাক দিয়ে দিবা।। তখন স্বমাী বলে না,,তোমাকে ভয় দেখানোর জন্য বলছি যাতে তুমি তুই করে না বলো।।আমি তালাকের নিয়তে বলিনি।,,আমি বললাম আপনি তালাকের নিয়তে বলছেন,,তখন স্বামী বলে আমার থেকে কি তুমি বেশি জানো,,আমি কি বিয়ে করছি তালাক দেওয়ার জন্য,,,আমি সম্পর্ক শেষ বলছি তোমাকে ভয় দেখানের জন্য যাতে তুই করে না বলো।। কালকে আবার ঝগড়া করে স্বামীকে তুই করে বলছি। পরে স্বামীকে জিজ্ঞেস করছি তুমি যে বলছিলা তুই করে বললে সম্পর্ক শেষ এটা কি তালাকের নিয়তে বলছো।।স্বামী বলে না কোন তালাকের নিয়ত ছিল না।।এমনি বলছি।।।এতে কি তালাক হবে।।
২।।।আমার স্বামী একটা নাটক দেখেছে তালাকের বিষয়ে,, এটা সে দেখে আমাকে পাঠাইছে।।তখন আমি আমার স্বামীকে বললাম তুমি কি উচ্চারণ করেছো এই শব্দটা তখন আমার স্বামী বলে না, তবে বলব,, আমি বললাম কখন বলবা তখন আমার স্বামী বলে যদি তুমি আমার সেবা যত্ন না করো।।।সে মুখে তালাকের কোন উচ্চারণ করেনি আমিও করিনি।।।কথাগুলো মজা করে বলা হয়েছে নাটক দেখার প্রেক্ষিতে
এখন প্রশ্ন হলো এটা কি শর্তযুক্ত তালাক হলো,, আর আমার সেবাযত্ন যদি কখনো কম হয় তাহলে কি তালাক হয়ে যাবে নাকি তার বলতে হবে।।।