আস সালামু আলাইকুম
আমি এমন একটি সাইট খুলতে চাচ্ছি, যেখানে কেউ একাউন্ট করে ভিজিট করলে কিছু টাকা ইনকাম করতে পারবে। আমার ভিজিটর প্রয়োজন, আর আমার বিশ্বাস এই পদ্ধতিতে আমি বেশি ভিজিটর পাব। আমার সাইটে বিভিন্ন একটিভিটির জন্য পয়েন্টস অর্জন করতে পারবে। পরে সেই পয়েন্টসগুলো টাকায় কনভার্ট করতে পারবে। কিভাবে পয়েন্টস অর্জন করবে তার একটা ধারণা নিম্নরুপ-
১। একাউন্ট তৈরি বোনাস (কেউ একাউন্ট করলে নির্দিষ্ট পরিমাণ পয়েন্টস পাবে)
২। লগইন বোনাস (কেউ প্রতিদিন আমার সাইটে লগইন করলে পয়েন্টস পাবে)
৩। বিভিন্ন লেখালেখি পড়লে
৪। কোন পোস্টের নিচে কমেন্ট করলে
৫। নিজে কোন পোস্ট করলে
৬। কোন প্রোডাক্ট ক্রয় করলে (রকমারি.কম সিস্টেম)
*** ৭। নিজের পোস্টে অন্য কেউ ভিজিট করলে অর্থ্যাৎ কোন ভিজিটর আমার সাইটে একাউন্ট করলো এবং বিভিন্ন বিষয়ে পোস্ট করা শুরু করলো। সে যে পোস্ট করলো তার পোস্ট অন্য কোন ভিজিটর দেখলে বা কমেন্ট করলে পোস্টকারীও বোনাস পাবে এবং উক্ত ভিজিটরও বোনাস পাবে। যতজন তার লেখা পড়বে, ততজনের ভিজিটের জন্য তার একাউন্টে পয়েন্টস জমা হবে। রাইটারও বোনাস পাবে আবার ভিজিটরও বোনাস পাবে। বোনাসগুলো সাইটের মালিকের পক্ষ থেকে আসবে।
উল্লেখ্য, একাউন্ট করা নিয়ে যতকাজই করুক কারো থেকে কোন প্রকার টাকা নেয়া হবে না।
এভাবে আরো অনেক ফিচার এড করা থাকবে।
এখানে কোন প্রকার রেফার সিস্টেম বা MLM সিস্টেম থাকবে না। বরং যে যতটুকু সময় ব্যয় করবে, সে ততটুকু সময় অনুপাতে ইনকাম করতে পারবে।
সাইটটি হবে লেখাপড়া বিষয়ক। এখানে ইনকাম খুব বেশি হবে না। বরং তারা পড়াশোনা করবে, পাশাপাশি হয়ত হাত খরচের কিছু টাকা উঠবে।
লেনদেন যা হবে সরাসরি সাইটের মালিকের সাথে, ইনকাম করার যোগ্যতা অর্জনের জন্য কিছু পরীক্ষা থাকবে। তাছাড়া আর কোন শর্ত আরোপ থাকবে না, ইনশাআল্লাহ ।
### মোটকথা, আমার ওয়েবসাইট ভিজিট করার জন্য আমি যদি ভিজিটরদের বোনাস বা টাকা দেই, তাহলে হারাম হওয়ার কোন সম্ভাবনা আছে কি না?
### ৭ নং টপিকটা একটু বিস্তারিত আলোচনা করলে ভালো হবে। রাইটারদের এভাবে বোনাস দেয়া বৈধ হবে কি না?
অনুগ্রহপূর্বক জানাবেন
জাযাকাল্লাহু খয়রন