আসসালামু আলাইকুম ।
আমি নিজেও এটা চাই যে মেয়েরা ঘরের কাজ করুক, বর্তমান দুনিয়াতে এমনিতেও মেয়েদের জন্য বাহিরে অনেক রিস্ক, ইসলামও তো মেয়েদেরকে ঘরে থাকতে বলেছে, অনেকেই ফতোয়া দেয় যে পর্দা করে কাজ করতে পারবে, আমি সেটা মানিনা, কারণ একটা মেয়ের পর্দা শুধু কাপড়ে না, আর একজন মেয়ে কখনোই স্বাবলম্বী হতে পারবে না, মেয়েরা চাকরি করে কখনোই শান্তি নেই।
তবে একটা প্রশ্ন আমার মাথায় ঘুরফির করে, মেয়েদের যখন চাকরি করা উচিত না বা চাকরির পরিস্থিতিও ভালো না মেয়েদের জন্য, তাহলে আমার স্ত্রী, মা বোনদের বিভিন্ন রোগ বা বাচ্চা ডেলিভারির টাইমে কিভাবে নারী ডাক্তার পাবো, কারণ আমি তো মেয়েদের গোপনীয় রোগের জন্য আমার স্ত্রী বা মা বোন কে পুরুষ ডাক্তারের কাছে নিয়ে যাবো না কখনোই ইন শা আল্লাহ। তাহলে আল্লাহ কেন এই মিস্ট্রি টা সলভ করে দেয়নি? আমার জ্ঞানের স্বল্পতা হবে বাট এটার এনসার তো আমি পাচ্ছি না কোথাও, আবার মেয়েদেরকে শুধু যদি ডাক্তার হইতে বলি তাহলে সেই মেয়েদের কি হবে? তাদের জন্যও তো পর্দার পরিস্থিতি খুব খারাপ এই যুগে, আবার তাদেরও তো সংসার হবে, ইসলাম তো কখনো মেয়েকে এভাবে সংসার বাদ দিয়ে ঘুরে বেড়াতে বলে না।
আমি এটার এনসার চাচ্ছি, আশা করি পাবো ইন শা আল্লাহ।
বি দ্রঃ আমি মেয়েদের চাকরি করা পছন্দ করিনা, আবার এটাও চাই না আমার স্ত্রী কে পুরুষ ডাক্তারের কাছে নিয়ে যেতে।