আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
155 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (25 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
১/ আমি  সেজদায় এর আয়াত তিলাওয়াত এর পর উঠে দাড়িয়ে আল্লাহু আকবার বলে সেজদা দেই।
এখানে কি উঠে দাড়ানোর বিষয়টা কি জরুরি??
নাকি বসে সেজদার আয়াত তিলাওয়াত করলে ঐ বসা অবস্থায় সেজদা দেওয়া যাবে?
২/ অনেকে বলে যে প্রসাবের পর যে পানি ব্যবহার করা হয় এটা আলাদা কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিতে হবে, কারন ঐ পানি সালোয়ারে লাগলে নামাজ হবে না এটা কি ঠিক??
৩/ হায়েজ এর সময় কি তাজবীদ এর ক্লাস গুলো করা যাবে?? আমি শুধু ভিডিও দেখে হুজুরের সাথে মাশক করি,  কিছু নোট করি না যেহেতু ওযু থাকে না।
সুরা ফাতিহা এবং আলিফ, বা, তা এগুলো হায়েজ এর সময় মাশক করা যাবে কিনা?

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তিলাওয়াতে সিজদা আদায়ের পদ্ধতি হচ্ছে,
اتفق الفقهاء على أن سجود التلاوة يحصل بسجدة واحدة، وذهب جمهورهم إلى أن السجدة للتلاوة تكون بين تكبيرتين، وأنه يشترط فيها ويستحب لها ما يشترط ويستحب لسجدة الصلاة
ফুকাহায়ে কেরাম একমত যে,সিজদায়ে তিলাওয়াত এক সিজদা দ্বারা আদায় হয়ে যায়।জুমহুর ফুকাহায়ে কেরাম বলেন,সিজদায়ে তিলাওয়াত দুই তাকবীরের মধ্যবর্তীতে আদায় হবে।সিজদায়ে তেলাওয়াতের জন্য ঐসবই শর্ত ও মুস্তাহাব যা নামাযের জন্য শর্ত ও মুস্তাহাব।(আল মাওসুআতুল ফেকহিয়্যাহ-২৪/২২১)

দাড়ানো বা বসা যে কোনো অবস্থা থেকে তিলাওয়াতে সিজদা আদায় করা যাবে।তবে মুস্তাহাব হল,দাড়ানো অবস্থায় হাত না তুলে তাকবীর বলে সিজদায় চলে যাওয়া এবং আবার তাকবীর বলে সিজদা থেকে মাথা উত্তোলন করা।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4751


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)সেজদার আয়াত তিলাওয়াত এর পর উঠে দাড়িয়ে আল্লাহু আকবার বলে সিজদা দেওয়া জরুরী নয়। বরং বসেও সিজদা দেওয়া যাবে।

(২) প্রসাবের পর যে পানি ব্যবহার করা হয় এটা আলাদা কাপড় বা টিস্যু দিয়ে মুছে নেওয়া উত্তম। তবে জরুরী না। ঐ পানি সালোয়ারে লাগলে নামাজ না হওয়ার কোনো কারণ নেই। 

(৩) হায়েজ এর সময় তাজবীদ এর ক্লাস গুলো করা যাবে না। তবে প্রত্যেক শব্দ ভেঙ্গে ভেঙ্গে মশকের নিয়তে উচ্ছারণ করা যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (606,750 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...